Web bengali.cri.cn   
জেট লি
  2013-05-09 14:52:22  cri

বাংলাদেশের নাঁওগা জেলার ফ্রেন্ডস রেডিও ক্লাবের সভাপতি দেওয়ান রাফিকুল ইসলাম রানা, আশা করি আপনি এখন রেডিওয়ের পাশে বসে আমাদের আজকের আলোছায়া অনুষ্ঠান শুনছেন। আগের একটি ইমেইলে আপনি আমার কাছে চীনের চলচ্চিত্র তারকা জেট লি সম্পর্কে জানার অনুরোধ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনার এই অনুরোধ পূরণ করতে চাই এবং আন্তর্জাতিক অঙ্গনের মেগা-তারকা জেট লির সঙ্গে আপনাদের এখন পরিচয় দেবো।

জেট লির আসল চীনা নাম লি লিয়েন চেই। তাঁকে কংফু রাজা বলে গণ্য করা হয়। ১৯৬৩ সালের ২৬ এপ্রিল তিনি পেইচিংয়ের একটি খুব সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন পরিবারের সবচে ছোট ছেলে। তাঁর দু'বছর বয়সে বাবা এক আকস্মিক ঘটনায় মারা যান। পাঁচ সন্তান আর দু'জন বৃদ্ধ-বৃদ্ধাকে লালন পালনের সম্পূর্ণ দায়িত্ব মা তাঁর কাঁধে তুলে নেয়। সাত বছর বয়সে ক্রীড়া শিক্ষকের সুপারিশে জেট লি পেইচিং ক্রীড়া স্কুলের উশু ক্লাসে ভর্তি হয়েছিলেন। ১৯৭৪ সালের দেশব্যাপী উশু প্রতিযোগিতায় বিজয়ী হোন জেট লি। এরপর তিনি ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত একটানা পাঁচ বছর ধরে দেশের উশু প্রতিযোগিতার ১ম স্থানের পুরস্কারটি নিজের দখলে রাখেন। ৭০ দশকে চীনের উশু মহলে জেট লির নাম সবার মুখেমুখে। ১৯৭৯ সালের পর থেকে জেট লি পর্যাক্রমে উশু'র জগত্ থেকে বরিয়ে আসেন।

কিন্তু উশুর সঙ্গে জেট লির ঘনিষ্ঠ সম্পর্ক তখনও সম্পূর্ণ বিছিন্ন হয়নি। তিনি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে চীনের ঐতিহ্যবাহী উশু ক্রিড়াকে জনপ্রিয় করে তুলতে শুরু করেন।

১৯৮০ সালে 'শাওলিন ট্যাম্পল' নামে চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু হয়। এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চলচ্চিত্র পরিচালক চাং সিন ইয়েন জেট লি'কে আমন্ত্রণ জানায়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040