Web bengali.cri.cn   
জেট লি
  2013-05-09 14:52:22  cri

মূলত এই চলচিত্রটিকেই তাঁর চলচিত্র ক্যারিয়ারে শিখর স্পর্শের সুভ সুচনা বলা যেতে পারে। কেননা 'শাওলিন ট্যাম্পল'-এর শুভমুক্তির পর চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বের প্রায় সকল ধরনের পরিবেশনা শিল্প অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। জেট লি হলনে কুম্ফু'র মেগা-তারকা ব্রুস লির পর দ্বিতীয় কোনো অভিনেতা যার হাত ধরে বিশ্বে চীনের ঐতিহ্যবাহী উশুর ক্রিড়া বিষয়ে প্রবল আগ্রহ সৃষ্টি হয়। রাতারাতি তিনিও বিশ্ব চলচিত্রাঙ্গনে অতি পরিচিত এবং দর্শক প্রিয় অভিনেতা হয়ে উঠলেন। স্বাভাবিক ভাবেই তাঁর নামের পাশে মেগা-তারকা শব্দটি আজীবনের তরে খোঁচিত হয়ে থাকলো।

প্রিয় শ্রোতা, এখন শুনুন জেট লি অভিনীত 'শাওলিন ট্যাম্পল' নামে চলচ্চিত্রের থিম সঙ্গীত।

গানের কথা হলো:

শাও লিন মন্দির,

তোমার প্রতি অনেক বীর সম্মান প্রদর্শন করেন।

অনেক জাদুর মতো গল্পে তোমাকে নিয়ে বর্ণনা করা হয়।

শাওলিন মন্দিরের কুফু অদ্বিতীয়।

তোমার সুদীর্ঘ ইতিহাস সুদীর্ঘকালের।

হাজার হাজার বছরের ইতিহাসসম্পন্ন শাও লিন মন্দির একটি রহস্যময় জায়গা।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040