Web bengali.cri.cn   
এক যে ছিল রাজা-রানী
  2013-02-03 15:53:15  cri

রাণী জানোয়ারটিকে বুকে জড়িয়ে ধরার সাথে সাথে সমস্ত প্রাসাদ লাল-নীল হাজারো রঙের আলোয় আলোকিত হয়ে উঠলো, চারিদিকে বাদ্য বাজনা বেজে উঠলো। রাণীতো অবাক! একী কাণ্ড, কিছু বুঝতে না বুঝতে হঠাত্ তার হাত ধরে তাকে কে যেন টান দিল। দেখে অপরূপ সুদর্শন এক যুবক তার হাত ধরে রয়েছে।

রাণী: কে তুমি, কেনো তুমি আমার হাত ধরে আছ?

রাজা: আমিই তোমার সেই কুতসিত জানোয়ার,

রাণী: কী বলছো, এত অপরূপ সুদর্শন হলে কি করে, আর তোমার নাম ই বা কি।

রাজা: আমার নাম রাজা, আমি এই রাজ্যের রাজা। কিন্তু এক দুষ্ট জাদুকরের চক্রান্তে পড়ে, তার অভিশাপে আমার এই দশা হয়েছিল। কথা ছিল যেদিন কোনো নারী আমাকে ভালবেসে বিয়ে করতে রাজি হবে সেদিনই কেবল আমি আমার আগে চেহারা ফিরে পাবো। তুমিই আমাকে ফিরিয়ে দিলে আমার আগের জীবন। আমি তোমাকে সারা জীবন ভর ভালবাসবো। কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না?

রাণী: কথা দিলাম, আর কখনো দূরে চলে যাব না। তবে এসো আমার হাতে তোমার হাত রাখো।

অতঃপর মহাধুম ধামে তাদের বিয়ে হলো আর সুখে শান্তিতে রাজ্য শাসন করতে থাকে। (লিপন)


1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
广播剧场
v চীনের বসন্ত উত্সব 2013-02-03 14:48:23
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040