|
এ বসতবাড়িগুলোর মধ্যে 'মেইলু' নামে একটি বাড়ি সবচেয়ে নামকরা। কারণ এটা পর পর চীনের আধুনিককালের দু'জন গুরুত্বপূর্ণ রাজনীতিক – চিয়াং চিয়ে শি ও মাও ছে তুংয়ের তত্কালীন বসতবাড়ি ছিল। এ ভবনে আধুনিক যুগে চীনের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ঘটেছে।
বিংশ শতাব্দীর ৭০'র দশকের শেষ দিকে লুশান একটি চলচ্চিত্রের কারণে চীনাদের মনে একটি রোমান্টিক পাহাড়ে পরিণত হয়েছে। ১৯৭৮ সালে তৈরি 'লুশান প্রেম' নামে চলচ্চিত্রে দু'জন যুবক-যুবতি লুশানে মিলিত হয়ে প্রেমে পড়ার কাহিনী বর্ণিত হয়েছে। এ চলচ্চিত্রে নয়া চীনের চলচ্চিত্র ইতিহাসে প্রথম চুমু খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। এর ফলে তখনকাল চীনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
গত ৩০ বছরে লুশানের সিনেমা হলে প্রতিদিন এ চলচ্চিত্রটি দেখানো হয়। এ কারণে একই সিনেমা হলে সবচেয়ে বেশি দেখানো সিনেমা হিসেবে এ চলচ্চিত্রটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত হয়েছে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |