লুশান অর্থাত্ লু পাহাড় চীনের চিয়াংসি প্রদেশের উত্তরাংশের চিউ চিয়াং শহরে অবস্থিত। এ পাহাড়ের আয়তন ৩০২ বর্গকিলোমিটার। এর প্রধান পর্বত -- হান ইয়াং পর্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ ১৪৭৪ মিটার। মহান পাহাড়, উচু জলপ্রপাত, সবুজ গাছ আর মেঘ-সাগর মিলে লুশানের অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য গড়ে উঠেছে। লুশানের বার্ষিক গড়পরতা তাপমাত্রা ১৭ ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। আরামদায়ক আবহাওয়া, সতেজ জলবায়ু ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে লুশান সকলের পছন্দের দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
ইয়ু মিং হচ্ছেন লুশানের গুলিং জেলায় বড় হওয়া অধিবাসী। তিনি বলেন, 'লুশান একটি অতি সুন্দর জায়গা এবং গ্রীষ্মকাল কাটানোর ভালো স্থান। এখানকার আবহাওয়া খুব আরামদায়ক; জলবায়ু খুব ভালো। আমরা বড় শহরে বেশিদিন থাকলে ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, লুশান থাকার একটি উপযুক্ত জায়গা। এখানকার বসন্তকাল স্বপ্নের মতো, গ্রীষ্মকাল সবুজ পাতার মতো, শরত্কাল মদের মতো আর শীতকাল মণির মতো। গ্রীষ্মকালের লুশান সবচেয়ে আরামদায়ক। শীতকালের লুশান সবচেয়ে সুন্দর। তুষারের উপর দিয়ে হাঁটা যেন তুলার ওপর দিয়ে হাঁটার মতো, খুব নরম। তা ছাড়া শীতকালে পাহাড়ের ওপরে গাছগুলোতে যে বরফ থাকে তা দেখতে খুব সুন্দর।'
1 2 3 4 5 6