|
লুশানের ভৌগলিক অবস্থান মিশরের পিরামিড, রহস্যময় বারমুডা দ্বীপপুঞ্জ আর বিশ্বের সর্বোচ্চ পর্বত চুমুলাংমা শৃঙ্গের সাথে উত্তর অক্ষাংশের ৩০ ডিগ্রি বরাবর অবস্থিত। বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য হিসেবে ২০০৪ সালে লুশান 'বিশ্বের ভৌগলিক পার্ক' হিসেবে মনোনীত হয়।
লুশানের উত্তর দিকে রয়েছে চীনের সবচেয়ে দীর্ঘ নদী – ছাংচিয়াং নদী এবং পূর্ব দিকে চীনের সবচেয়ে বড় হ্রদ – বোইয়াং হ্রদ। ফলে প্রাচীনকাল থেকে এক পাহাড় দিয়ে দুটি নদীকে ভাগ করার কিংবদন্তি রয়েছে। হানপোখো দর্শনীয় স্থানে দাঁড়িয়ে দূর থেকে বোইয়াং হ্রদকে দেখা যায়। লুশান পর্যটন ব্যুরোর হু চিয়ে জানিয়েছেন,
'কেন হানপোখো'র নাম দেয়া হয়েছে? প্রথমে আমরা দেখতে পাই, এখানে পাঁচটি পর্বত আছে। এ পাঁচটি পর্বতের নাম উলাও পর্বত। দেখলে মনে হয়, যেন পাঁচ জন বৃদ্ধ বোইয়াং হ্রদের পাশে মাছ ধরছেন। এর বিপরীত দিক হচ্ছে এখানকার সর্বোচ্চ পর্বত হানইয়াং পর্বত। এই দুটি পর্বতের মাঝখানে রয়েছে পোইয়াং হ্রদ; যেন পর্বতের মুখে হ্রদটি রয়েছে। ফলে তার নাম দেয়া হয়েছে হানপোখো।'
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |