|
১৯৭৯ সালে আইন বিভাগের অধ্যাপক ও তাঁর স্ত্রী নামে তাঁর লেখা প্রথম ছোট গল্প প্রকাশিত হয়। এরপর তাঁর একাধিক ছোটো গল্প ও উপন্যাস প্রকাশিত হয় বিভিন্ন সাহিত্য সাময়িকীতে। ১৯৮৩ সালে তিনি চীনের লেখক সংঘের সদস্য হন এবং পেইচিং লেখক সংঘের সংগে চুক্তি স্বাক্ষর করে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
১৯৯৬ সালের নভেম্বর মাসে "পুরানো বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস" নামক ছোট গল্পের জন্য তিনি তংহাই সাহিত্য মাসিকের স্বর্ণ পদক পান। " সুদূরে আমার ছিংপিং ওয়ান " নামে তার লেখা ছোট গল্প ১৯৮৩ সালে চীনে শ্রেষ্ঠ ছোট গল্প হিসেবে নির্বাচিত হয় এবং চীনের সাহিত্যাঙ্গনে তাঁর একটি স্থায়ী আসন গড়ে ওঠে ।
গত শতাব্দির ষাট ও সত্তরের দশকে চীনের শহরের মাধ্যমিক বিদ্যালয়ের লাখ লাখ ছাত্রছাত্রী তাদের পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে অপেক্ষাকৃত অনুন্নত গ্রামাঞ্চলে গিয়ে কৃষকদের সংগে কৃষিকাজ করেছিলেন এবং গ্রামাঞ্চলের পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তাঁদের দু:খ-আনন্দ, কষ্টসহিষ্ণুতা ও মনোবৃত্তি তাঁর লেখা "সুদূরে আমার ছিংপিং ওয়ান" ও " গ্রামে থাকার গল্প"এ প্রতিফলিত হয়েছে। এতে সানসি প্রদেশের উত্তরাঞ্চলের রীতিনীতি ও সেখানকার মানুষদের সরলতা ও দৃঢ় মনোবলও চিত্রিত হয়েছে।
তাঁর ছোট গল্প সম্পর্কে সমালোচকরা ভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন, তাঁর ছোট গল্প শিক্ষিত তরুণতরুণদের দৃষ্টিক্ষেত্র প্রসারিত করেছে ,কেউ বা বলেন, তিনি বোধ হয় তাঁর গল্পের মাধ্যমে জীবনের উত্স অন্বেষণ করতে চেয়েছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |