
২০১০ সালের ৩১ ডিসেম্বর পেইচিংয়ের সিয়ান উ হাসপাতালে মস্তিস্কের রক্তক্ষরণ রোগে আক্রান্ত হয়ে চীনের বিখ্যাত প্রতিবন্ধী লেখক সি তিয়ে সেংয়ের মৃত্যু হয়। জীবিতকালে তিনি প্রচুর শ্রেষ্ঠ সাহিত্যকর্ম প্রকাশ করেছিলেন এবং নিখিল চীন শ্রেষ্ঠ ছোটগল্প পুরস্কার ও লুসিং সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। তিনি চীনের লেখক সংঘের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম জাতীয় কমিটির সদস্য এবং চীনের প্রতিবন্ধী লেখক সংঘের ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁর বহু রচনা জাপানী ভাষা, ফরাসী ভাষা, ইংরেজী ভাষা ও জার্মান ভাষায় অনুদিত হয়ে বিদেশে প্রকাশিত হয়েছে।

১৯৫১ সালের ৪ জানুয়ারী পেইচিংয়ে সি তিয়ে সেংয়ের জন্ম হয়। ১৯৫৮ সালে তিনি পেইচিংয়ের পুর্বাঞ্চলের ওয়াংতারেন গলির স্কুলে ভর্তি হন। ১৯৬৭ সালে পেইচিংয়ের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাধ্যমিক বিদ্যায়ে পড়াশোনা শেষ করে সাংস্কৃতিক বিপ্লবের কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ পান নি।১৯৬৯ সালে তিনি সানসি প্রদেশের ইয়ানচুয়ান জেলায় গিয়ে গণ কমিউনের সদস্য হয়ে কৃষিকাজে নিয়োজিত হন। তিন বছর কেটে যেতে না যেতেই এক কঠিন রোগে আক্রান্ত হয়ে তাঁর হাঁটার শক্তি হারিয়ে যায়। ১৯৭২ সালে তিনি পেইচিংয়ে ফিরে আসেন। ১৯৭৪ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি পেইসিনছিয়াও পাড়া কমিটির একটি কারখানায় কাজ করেন। শরীর অতি দুর্বল বলে ১৯৮১ সাল থেকে তিনি বাড়িতে ফিরে বিশ্রাম নিতে বাধ্য হন।
1 2 3 4 5