Web bengali.cri.cn   
চীনের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উত্সব উদযাপন
  2012-01-23 18:41:43  cri

আজ ২৩ জানুয়ারি, চীনের চান্দ্র বর্ষের প্রথম মাসের প্রথম দিন। চীনের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠান সরগরম হতে শুরু করেছে। পেইচিংয়ের ছাওইয়াং পার্কে ফ্রান্স, রাশিয়া ও গ্রিক থেকে আসা প্রায় এক'শ জন শিল্পী বিদেশী বৈশিষ্ট্যপূর্ণ নৃত্য গীত পরিবেশন করেন। শানতুংয়ের হাই ইয়াংয়ের কৃষকরা ঢোল বাজনা এবং মাটিতে জাহাজ চড়াসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন। দক্ষিণ চীনের কুয়াংচৌতে অধিবাসীরা ফুলের বাজারে গিয়ে ফুল কেনেন। ফুলের সুগন্ধ আর হাসির ধ্বনি চার দিকে ছড়িয়ে যায়।

পেইচিংয়ের ছাওইয়াং পার্কের আন্তর্জাতিক প্রথা উত্সব এ বছর আবার অনুষ্ঠিত হয়েছে। চান্দ্র পঞ্জিকার প্রথম মাসের ১ থেকে ৬ তারিখ পর্যন্ত প্রতিদিন প্রায় এক'শ জন বিদেশী শিল্পী পর্যটকদের জন্য নানা বৈশিষ্ট্যপূর্ণ সড়ক সাংস্কৃতিক পরিবেশনা একটানা প্রদর্শন করেন। প্রথাগত উত্সবের সাংগঠনিক কমিটির পরিচালক লি ইয়ো পিং জানিয়েছেন, 'এ বছর আমরা ফ্রান্সের ডিস্কো গাড়ির ঘর ও নেদারল্যান্ডসের সাদা পাখার পরী এখানে নিয়ে এসেছি। এগুলো এ বছরের উত্সবের আকর্ষণীয় অনুষ্ঠান। ডিস্কো গাড়ির ঘর আসলে একটি মিনিবাসকে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে, তবে ভিতরের স্থাপনা আর বাইরের নকশা সবই আধুনিক কারুকার্য পূর্ণ। যুবকরা তাকে খুব পছন্দ করেন। নেদারল্যান্ডসের সাদা পাখার পরীর উচ্চতা পাঁচ মিটার। পাখা খুললে তার প্রস্থ ছয় মিটার। বিদ্যুত, আলো ও ধ্বনিসহ নানা আধুনিক প্রযুক্তিগত উপায় কাজে লাগিয়ে পরীকে মনোরমভাবে সাজানো হয়েছে। এ পরী শোভা যাত্রার পথ চলার সময় পর্যটকের কাছে গিয়ে বিনোদন বিনিময় করতে পারে।'

শহরাঞ্চলের অধিবাসীরা আধুনিক ও বিদেশী প্রথার মধ্যে বসন্ত উত্সব কাটানোর পাশাপাশি, শানতুং প্রদেশের হাইইয়াং শহরের পেইচেংইয়াং গ্রামের কৃষকরা ইয়াংগো নামে চীনের ঐতিহ্যগত নৃত্যের মধ্য দিয়ে নববর্ষকে অভ্যর্থনা জানিয়েছেন। সকালে গ্রামবাসীরা রঙিন পোশাক পড়ে ঢোল নিয়ে বাইরে এসে ইয়াংগো নৃত্য পরিবেশন করেন।

মধ্য রাতে আতশবাজি ফাটানোর পর আতশবাজির লাল কাগজের অসংখ্য টুকরা গ্রামের গলিতে গলিত দেখা যায়। শিশুরা নতুন কাপড় পড়ে বাবা-মার সঙ্গে প্রধান সড়কে ইয়াংগো নৃত্য দেখতে যান। ইয়াংগো দলের সদস্য সংখ্যা চল্লিশ বা পঞ্চাশের মত। কারো হাতে পাখা, কারো হাতে রুমাল আবার কেউ কেউ বড় পরিবারের ছেলে হিসেবে অভিনয় করেন, কেউবা সুন্দরী নারীর ভূমিকায় অভিনয় করেন, দেখা যায় কেউ কেউ দোকানদারের অভিনয় করেন, কেউ আবার কুরূপ বৃদ্ধার চরিত্রে অভিনয় করেন। একজন কৃষক বলেন, 'বসন্ত উত্সবের সময় আমরা একসাথে ইয়াংগো নৃত্য করি। যদি তুমি নাচতে না পারো, তাহলে পাশে দাঁড়িয়ে দেখলেও ভালো লাগবে। ঢোল বাজনা শুরু হলে বসন্ত উত্সব উদযাপনের ভাব আসে।'

উত্তর চীনের কৃষকদের বসন্ত উত্সবের কথা বলার পর এবার আমরা দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের ফুলের বাজারে যাবো। কুয়াংচৌ শহরের নানা ধরনের ছোট বড় ফুলের বাজারে প্রতি বছর বসন্ত উত্সবের জন্য নানা প্রতিপাদ্য নিয়ে তোরণ নির্মাণ করা হয়। ফুলের বাজারের একজন কর্মী জানান, 'এ বছর বসন্ত উত্সবের আমেজ সৃষ্টি করার জন্য এ তোরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোরণের নিচে দুটি ড্রাগণ নৌকা আছে। ড্রাগণ নৌকার উপরে দুটি কার্টুন ড্রাগন রয়েছে।'

বসন্ত উত্সবের সময় ফুল কেনা কুয়াংচৌবাসীদের কাছে বিশেষ সুখের অর্থ আছে। জনস্রোতের ভিড়ে ফুলের বাজারে গিয়ে নিজের পছন্দ মতো ফুল কিনে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে প্রতি বছর বসন্ত উত্সবের সময় কুয়াংচৌবাসীদের একটি আকাঙ্ক্ষিত অনুষ্ঠান। (ইয়ু/আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040