Web bengali.cri.cn   
বসন্ত উত্সবে জনগণের সঙ্গে চীনা নেতৃবৃন্দ
  2011-02-04 19:41:36  cri

৪ ফেব্রুয়ারি হচ্ছে চীনের চান্দ্র পঞ্জিকার খরগোশ বর্ষের দ্বিতীয় দিন। বিশাল চীনের মাটিতে গভীর উত্সবের পরিবেশ বিরাজ করছে। আগের মতো এ বছরও চীনের নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চলে গিয়ে জনসাধারণের সঙ্গে বসন্ত উত্সবে কাটিয়েছেন। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও যথাক্রমে হোপেই ও শানতুং প্রদেশে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে উত্সব কাটান।

খরগোশ বর্ষের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও হোপেই প্রদেশের পাওডিং শহরে যান। পাওডিং শহরের সুইপিং জেলার বেসামরিক প্রশাসন বিষয়ক সেবা কেন্দ্র হচ্ছে স্থানীয় সরকারের অধীনে এক সার্বিক কল্যাণমূলক সংস্থা। এখন ৩০০ জনেরও বেশি বৃদ্ধবৃদ্ধা ও অনাথ সেখানে থাকেন। হু চিন থাও এ কেন্দ্রে গিয়ে সেখানে অবস্থানকারী বৃদ্ধবৃদ্ধা ও অনাথ এবং উত্সবের দিন কর্মরত কর্মচারীদের দেখেন।

হু চিন থাও বৃদ্ধবৃদ্ধাদের সঙ্গে গল্প করেন, তাদের শরীর ও জীবনযাপনের অবস্থা সম্পর্কে জানেন। প্রবীণরা বলেন, তাঁদের সেখানকার খাওয়া, পরা ও থাকার সব ব্যবস্থা ভালো। হু চিন থাও বলেন, 'আপনারা এখানে ভালো যত্ন পাচ্ছেন এবং সুখী জীবন কাটাতে পারছেন দেখে আমার নিশ্চিন্ত হয়েছি।'

আবেগপূর্ণ এ সম্মিলনী কেন্দ্রের হলে অনুষ্ঠিত হয়। হু চিন থাও বৃদ্ধবৃদ্ধা ও অনাথদের সঙ্গে বসে কেন্দ্রের কর্মীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। হু চিন থাও বলেন, 'প্রবীণদের সম্মান করা ও ভালোবাসা হচ্ছে চীনা জাতির ঐতিহ্যবাহী ভালো প্রথা। শান্তিতে তাঁদের বার্ধক্য কাটানো নিশ্চিত করা হচ্ছে পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা প্রবীণকল্যাণ ব্রত উন্নয়নের ওপর জোর দেবো। জীবনযাপনের কঠিন অবস্থায় পড়া বৃদ্ধবৃদ্ধাদেরকে আরো বেশি সাহায্য এবং আরো ভালো সেবা দেবো।'

এরপর প্রেসিডেন্ট হু চিন থাও পাওডিং শহরের উচ্চ ও নতুন প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলের মিংছাং ইউয়ান কমিউনিটিতে গিয়ে অধিবাসী ও কর্মচারীদের দেখেন। তিনি বলেন, চীন সরকার সবসময় দারিদ্র জনসাধারণের জীবনের ওপর মনোযোগ দেয়। সেকারণে সরকার দারিদ্র বিমোচনে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। দরিদ্র জনসাধারণ যাতে তাদের কঠিন অবস্থা অতিক্রম করতে পারেন সেজন্য সরকার তাদেরকে সাহায্য করবে। ভবিষ্যতে চীন চিকিত্সা বিমা ব্যবস্থা আরো সুগঠিত করবে, যাতে ভালোভাবে জনগণের চিকিত্সার সমস্যা সমাধান করা যায়।

কমিউনিটির কেন্দ্রীয় মহাচত্বরে অধিবাসীরা বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেন। হু চিন থাও অধিবাসীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'সুখ-শান্তিতে আপনাদের বসন্ত উত্সব উদযাপন দেখে আমি খুব আনন্দিত। এখানে আপনাদেরকে উত্সবের শুভেচ্ছা জানাই। এ বছর হচ্ছে ১২তম পাঁচশালা পরিকল্পনার প্রথম বছর। কেন্দ্রীয় সরকার এ জন্য নানা পরিকল্পনা প্রণয়ন করেছে। আমি বিশ্বাস করি, সকলের যৌথ প্রয়াসে আমাদের দেশ অবশ্যই আরো শক্তিশালী হবে। ব্যাপক জনগণের জীবনও আরো ভালো হবে।'

চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বসন্ত উত্সবের সময় শানতুং প্রদেশের চিয়াসিয়াং জেলা ও ছুফু শহরে গিয়ে কৃষকদের দেখেন। তিনি গম ক্ষেতে গিয়ে খরা পরিস্থিতি সম্পর্কে জানেন, জলাধারে গিয়ে পানি সংরক্ষণ অবস্থা পরিদর্শন করেন এবং কৃষকের বাড়িতে গিয়ে কৃষকদের সঙ্গে বসন্ত উত্সব কাটান।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিটি বসন্ত উত্সবে চীনের নেতৃবৃন্দ কয়লা খনি, কারখানা, গ্রাম বা সেনানিবাসে গিয়ে সেখানকার মানুষ ও কর্মীদের দেখেন এবং বিভিন্ন প্রথা অনুযায়ী বিভিন্ন জাতির জনগণের সঙ্গে উত্সব কাটান। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040