|
||||||||||||||||||||||||||||


পাওতিং শহরে পৌঁছানোর পর পরই হু চিনথাও সরাসরি কোচ স্টেশনে গিয়ে জনসাধারণদের যাত্রা ও যাত্রী পরিবহণ সেবা-পরিস্থিতি পরিদর্শন করেন। বসন্ত উত্সব চলাকালে ভালোভাবে দায়িত্ব পালনের জন্য তিনি পরিবহণ কর্মীদের নির্দেশ দেন। এছাড়া তিনি সশস্ত্র বাহিনীর সৈন্যদেরকে নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি পাওতিং শহরের ই জেলাও সফর করেন এবং সেখানকার মানুষদেরকে শুভেচ্ছা জানান। ই জেলা খুব পুরনো অঞ্চল এবং চীনের বিপ্লবের ঘাঁটি।

প্রেসিডেন্ট স্থানীয় জনসাধারণদেরকে বলেন, ভবিষ্যতে সরকার পুরনো অঞ্চলের জনগণের ওপর আরো গুরুত্ব দেয়ার পাশাপাশি সেখানকার উন্নয়নকে আরো বেশি সমর্থন দেবে।
খোং চিয়া চিয়া

| ||||

| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |