|
||||||||||||||||||||||||||||

চীনের সংস্কৃতি মন্ত্রণালয় প্রেরিত একটি দল ৩১ জানুয়ারি থেকে ব্যাংককের বিশ্ব প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এ অনুষ্ঠান এ বছরে থাইল্যান্ডে আনন্দময় বসন্ত উত্সব অনুষ্ঠানের সুচনায় পরিণত হয়েছে।
চীনা দড়াবাজি দলের বল কৌশল, চীনের কেন্দ্রীয় জাতি বিশ্ববিদ্যায়ের নৃত্য দলের প্রাচীন নৃত্য জেসমিন ফুল এবং সিছুয়ান অপেরার চেহারা পরিবর্তনসহ বিভিন্ন অনুষ্ঠান সেদিন রাতে কেন্দ্রীয় বিশ্ব প্লাজার কেন্দ্রীয় মঞ্চে প্রদর্শিত হয়। লাল মঞ্চ, চমত্কার প্রদর্শন ও আন্তরিক করতালি বসন্ত উত্সবের জন্য আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।
জানা গেছে, এবার থাইল্যান্ডে আনন্দময় বসন্ত উত্সবের অনুষ্ঠানে চীন ১৮০ সদস্যের একটি সাংস্কৃতিক দল পাঠিয়েছে। বসন্ত উত্সব চলাকালে শিল্পীরা থাইল্যান্ডের বন্ধুদেরকে চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেবে।
(সুবর্ণা)

| ||||

| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |