|
৩ ফেব্রুয়ারি চীনের বসন্ত উত্সবের প্রথম দিন অর্থাত্ চান্দ্র পঞ্জিকার খরগোশ বর্ষের প্রথম দিন। এ উপলক্ষে চীনের রাজধানী পেইচিং থেকে সিনচিয়াংয়ের থিয়েনশান পাহাড় পর্যন্ত, উত্তর-পূর্ব চীনের তুষার মালভূমি থেকে দক্ষিণ চীনের উপকূলীয় অঞ্চল পর্যন্ত চারিদিক সুখ ও আনন্দময় পরিবেশে ভরা।
পেইচিংয়ের জোআনমেনের কাছে এক আবাসিক এলাকায় ৮৬ বছর বয়সী মি ফু জে পরিবারের দশ-বারো জন সদস্যকে নিয়ে গত রাতে একসাথে বসন্ত উত্সবের আগের রাতের নৈশভোজ সারেন। প্রথা অনুযায়ী তাঁরা অর্ধমাস আগে থেকে বসন্ত উত্সব কাটানোর নানা প্রস্তুতিমূলক কাজ শুরু করেন। মি ফু জে বলেন, 'আমি চান্দ্র পঞ্জিকার দ্বাদশ মাসের ৮ তারিখ থেকে বসন্ত উত্সব কাটানোর নানা প্রস্তুতিমূলক কাজ শুরু করেছি। আমরা সে দিনের বিশেষ রসুন তৈরি করেছি, নানা ধরনের মাংস রান্না করেছি, দ্বাদশ মাসের বিশ তারিখে পিঠা ভেজেছি।'
নতুন বছরে তাঁর পরিবারের সবচেয়ে কম বয়সী সদস্য, বৃদ্ধ মি'র নাতনি মি সিয়াও সুয়েন কনে হবেন। তিনি বলেন, 'বসন্ত উত্সবের সময় পরিবারের সব সদস্য একসাথে মিলিত হই। বাড়িতে খুব উষ্ণতা বোধ করি। আমি আশা করি, পুরো পরিবারের সবাই স্বাস্থ্যবান হবেন এবং তাদের জীবনে সুখ-শান্তি আসবে। নতুন বছরে আমাদের জীবন আরো সুন্দর হবে।'
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভিন্ন জাতির ভাই-বোনেরা বসন্ত উত্সবে পরস্পরের বাড়িতে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান। ছাংচি হুই জাতি স্বায়ত্তশাসিত বিভাগের সিয়াওছুচি দুই গ্রামে হান পরিবার চাও চি মিংর বাড়িটি খুব পরিষ্কার-পরিচ্ছন্ন। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের অর্ভ্যথনা জানানোর জন্য টেবিলে মিষ্টি ও নানা হাল্কা খাবার রাখা হয়েছে বাড়িতে। খুব সকালে তাঁর উইগুর জাতির প্রতিবেশী আবুলিজ নববর্ষের শুভেচ্ছা জানাতে আসেন। 'তুমি ভালো আছো? শুভ নববর্ষ। আশা করি, তোমাদের সুস্বাস্থ্য বজায় থাকবে এবং যেটা আশা করো, সেটা ঘটবে। খাও, খাও, সুপারমার্কেট থেকে কেনা এ সব খাবার হালাল, তুমি সব খেতে পারো।'
উল্লেখ, আবুরিজ ও চাও চি মিং ৫০ বছর ধরে প্রতিবেশী। তাঁরা মনে করেন, এতো দীর্ঘ সময় পাশাপাশি বাস করতে করতে একসাথে থাকার অভ্যাস হয়ে গেছে। যদি কয়েক দিন তাদের দেখা না হয়, তাহলে কোন কিছুর অভাব বোধ হয় তাঁদের মনে হয়। দু'পরিবারের সন্তানরাও প্রায়শই এ বাড়ি ও বাড়ি আসা-যাওয়া করে।
এ বছরের বসন্ত উত্সবে চীনের মূলভূভাগে কর্মরত অনেক তাইওয়ানবাসী মূলভূভাগে থেকেছেন। খুনশান হচ্ছে মূলভূভাগে তাইওয়ানী বিনিয়োগে প্রতিষ্ঠিত শিল্প অধ্যুষিত একটি অঞ্চল। গত দশ বারো বছরে অনেক বেশি তাইওয়ানী ব্যবসায়ী খুনশানে আসেন এবং এ শহরকে নিজের বাড়ি হিসেবে মনে করেন।
তাইওয়ানী ব্যবসায়ী চেন ইউয়ে ওয়েন দম্পতি খুনশানে এসেছেন খুব বেশি কাল আগে নয়। মাদাম চেন এবার প্রথম বারের মতো খুনশানে বসন্ত উত্সব কাটান। তিনি বলেন, 'এখানে আর তাইওয়ানের মধ্যে অনেক মিল আছে, নিজের বাসায় থাকার মতো। এখানে অনেক ভালো বন্ধু আছে। তাইওয়ানী ব্যবসায়ী বন্ধুরাও এসে আমাদের সঙ্গে বসন্ত উত্সব কাটান। এ পরিবেশ যেন তাইওয়ানে আমাদের আত্মীয় ও বন্ধুবান্ধবের সাথে থাকার মতো।' (ইয়ু কুয়াং ইউয়ে)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |