Web bengali.cri.cn   
বসন্ত উত্সবে জমজমা চীনের পযর্টন
  2011-02-08 19:29:26  cri

চীনের চান্দ্র নবর্বষ বা বসন্ত উত্সবকে চীনের পুনর্মিলন উত্সব বলে গণ্য করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বসন্ত উত্সবের ছুটি কাটানোর সময় বাইরে ভ্রমণ করা চীনা জনসাধারণের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। যারা উত্তর চীনে বসবাস করে তারা এ সময় দক্ষিণ চীনে ভ্রমণ করতে যান। আবার যারা দক্ষিণ চীনে বসবাস করে তারা তুষার ঢাকা উত্তর চীনে ভ্রমণ করতে যান। এ বছরের বসন্ত উত্সব চলাকালে চীনের পর্যটন বাজার দারুণ জমজমাট হয়ে উঠেছে। ২০১০ সালের চেয়ে এ বছরে চীনের চান্দ্র নববর্ষে বাইরে ভ্রমণ করতে যাওয়া ভ্রমণকারিদের সংখ্যা ৪০ শতাংশ বেশী।

শীতকালে চীনের হাইনান, ইয়ুন্নান ও গুয়াংসীসহ কাছাকাছি অঞ্চলের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সুতরাং বসন্ত উত্সব চলাকালে অনেকেই এ সব জায়গায় ছুটি কাটাতে যেতে পছন্দ করেন। এ সব জায়গার মধ্যে হাইনানের সেনয়া সবচেয়ে আদর্শনীয় পর্যটনের জায়গা। পেইচিং-এর মি: শাও পরিবার পরিজন নিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে ছবির মতো সেনয়া'র ইয়ালং উপসাগরীয় এলাকা ঘুরে বেড়িয়েছেন। একটি সাক্ষাত্কারে তিনি বলেন,

বতর্মানে এটা একটি রেওয়াজে পরিণত হয়েছে যে, বসন্ত উত্সবে দক্ষিণ চীনের লোক উত্তর চীনে যান এবং উত্তর চীনের লোক দক্ষিণ চীনে যান। সেনয়ার আবহাওয়া চারটি ঋতুতেই প্রায় একই রকমের । আমরা এখানকার দৃশ্য অনুভবের পাশাপাশি উপভোগ করতে এসেছি।

এখানে আসার পর আমরা একটি রেস্তোরাঁয় বসন্ত উত্সবের রাতের খাবারের অর্ডার দিয়েছি। ঐতিহ্য অনুযায়ি পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে খাওয়া-দাওয়া করেছি। রাতের খাবার শেষ হওয়ার পর, আমরা সাগরের তীরে হাঁটাহাঁটি করার সময় চারদিকের সুন্দর সব দৃশ্য উপভোগ করেছি।

অন্য দিকে বসন্ত উত্সব চলাকালে উত্তর চীনের অনেক জায়গায় দক্ষিণ চীন থেকে আসা ভ্রমণকারিদের স্বাগত জানানো হচ্ছে। চীনের সবচেয়ে উত্তর প্রান্তের মোহো উত্তর মেরু গ্রাম উত্সবের আমেজে এখন মুখরিত। চীনের বিভিন্ন জায়গা থেকে আসা ভ্রমণকারিরা এখানে জড়ো হয়ে বসন্ত উত্সব উদযাপন করছে।

এখানকার নানা ধরনের স্থাপত্য কাঠের তৈরী। দেখতে খুব সুন্দর। তা ঘরের ভেতরে খুব উষ্ণতার সৃষ্টি করে। এখানে অভাবনীয় তুষার পড়েছে। চারদিক দারুণ পরিষ্কার ও শুভ্রতায় আচ্ছন্ন।

সাম্প্রতিক বছরগুলোতে বসন্ত উত্সব চলাকালে চীনের মূল ভূভাগের ভ্রমণকারিরা তাইওয়ানে যেতে পছন্দ করেন। একটি সাক্ষাত্কারে চীনের আন্তর্জাতিক পর্যটন সংস্থার কর্মকর্তা লিও ইং হাও বলেন,

এ বছর বসন্ত উত্সবের সময় আমাদের পযর্টন সংস্থার প্রায় পাঁচ'শো কর্মচারি তাইওয়ান ভ্রমণে গেছেন। সাম্প্রতিককালে অনেক লোকই তাইওয়ান ভ্রমণ করতে যাচ্ছেন। তাইওয়ান একটি বৈশিষ্ট্যসম্পন্ন জায়গা। এটা অবশ্যই একটা দেখার মতো স্থান ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040