Web bengali.cri.cn   
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল জাদুঘর
  2011-12-09 16:45:35  cri

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তার দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য পর্যটকদের আকর্ষণ করছে বহু বছর ধরে ।

১৯০১ সালে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তত্কালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন রাণীর স্মৃতি রক্ষার্থে একটি স্মারক প্রাসাদ ও উদ্যান প্রতিষ্ঠার পরিকল্পনা করেন ।১৯০৬ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ১৯২১ সালে এই প্রাসাদ ও উদ্যানের উদ্বোধন করা হয় ।স্মৃতি-প্রাসাদটির প্রধান নকশাকার ছিলেন স্যার উইলিয়াম এমারসন ।তিনি ব্রিটিশ ও মোগল স্থাপত্যরীতির সংমিশ্রণে এর নকশা প্রণয়ন করেন । এ কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে বলা হয় ইন্দো-সারাসেনিক রীতির এক অপূর্ব সংমিশ্রণ ।তাজমহলের সুস্পষ্ট ছাপ রয়েছে এর গঠন শৈলীতে ।উদ্যানটির নকশা প্রণয়ন করেন লর্ড রেডেসডেল ও স্যার ডেভিড প্রেইন ।প্রাসাদ নির্মাণে রাজস্থানের মাকরানা মার্বেল ব্যবহার করা হয়েছিল ।মূল ভবনটি দৈর্ঘ্য ও প্রস্থে ৩৩৮ ফুট ও ২২৮ ফুট এবং উচ্চতায় ১৮৪ ফুট । ৬৪ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাগান ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল জাদুঘরে রাণী ভিক্টোরিয়া এবং প্রিন্স এ্যালবার্টের স্মৃতি বিজড়িত প্রচুর ঐতিহাসিক সামগ্রী রয়েছে ।রয়্যাল গ্যালারিতে রয়েছে ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্টের জীবনের বিভিন্ন ঘটনার ওপর আঁকা ছবি । ভারতে ব্রিটিশ শাসন এবং ভারতে অবস্থানকারী ব্রিটিশ কর্মচারী,ব্যবসায়ী,চিকিত্সক,শিক্ষকসহ বিভিন্ন পেশার ইংরেজদের সম্পর্কে প্রচুর তথ্যসমৃদ্ধ সামগ্রী রয়েছে এই জাদুঘরে ।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর জাতীয় নেতাদের ছবি এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত স্মারক প্রদর্শনীর জন্য আলাদা একটি গ্যালারি স্থাপন করা হয় ।কেন্দ্রীয় গ্যালারি বা রয়েল গ্যালারিতে রয়েছে মার্বেল পাথরে তৈরি রাণীর তরুণ বয়সের একটি ভাস্কর্য ।এটি স্যার টমাস ব্রুকের সৃষ্টি ।ব্রোঞ্জের তৈরি রাণীর আরেকটি ভাস্কর্য রয়েছে ।এটি করেছেন স্যার জর্জ ফ্রামটন ।এছাড়া রয়েছে ভারতে ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবে লর্ড হেস্টিংস,কর্ণওয়ালিস,ক্লাইভ,ওয়েলেসলি এবং ডালহৌসির মূর্তি । রয়েছে বেশকিছু তৈলচিত্র যেগুলো সবই সে সময়ের বিখ্যাত চিত্রকরদের আঁকা ।থমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েলের আঁকা অষ্টাদশ শতকের ভারতের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য,নগর কলকাতার ল্যান্ডস্কেপ এর এক সমৃদ্ধ সংগ্রহ রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ।গরুর গাড়ি,পালতোলা নৌকাসহ ভারতীয় উপমহাদেশের চিরন্তন প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে ড্যানিয়েলদের তুলিতে ।নগর কলকাতার সেসময়ের ইতিহাস জানার জন্য ড্যানিয়েলদের আঁকা ছবি অনেকখানি সাহায্য করে ।এছাড়া এখানে রয়েছে ব্রিটিশ আমলের বিভিন্ন নথিপত্র, ছবি ও ভাস্কর্য ।কলকাতা গ্যালারি হলো ভারতের প্রথম নগর গ্যালারি ।কলকাতা গ্যালারিতে রয়েছে জোব চার্নক প্রতিষ্ঠিত কলকাতা নগরীর শুরু থেকে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার বিকাশের ইতিহাস । এখানে রয়েছে ঊনবিংশ শতকের কলকাতার চিত্পুর সড়কের দৃশ্যের পূর্ণায়তন চিত্র । বর্তমানে বড়বাজার বলে পরিচিত চিত্পুর এলাকা ছিল সে সময় কলকাতার প্রাণকেন্দ্র ।ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাগানে রয়েছে সিংহাসনে বসা রাণী ভিক্টোরিয়ার ব্রোঞ্জের দৃষ্টিনন্দন ভাস্কর্য ।দক্ষিণ দিক থেকে ভবনের দিকে এগোলে দর্শনার্থীদের চোখে পড়ে রাজা সপ্তম এডোয়ার্ডের স্মৃতি তোরণ ।এখানে রাজা সপ্তম এডোয়ার্ডের ব্রোঞ্জ নির্মিত মূর্তি রয়েছে ।স্যার বারট্রাম ম্যাককেনাল এটি নির্মাণ করেন। মার্বেল পাথরে লর্ড কার্জনের ভাস্কর্যটি গড়েছেন এফ.ডব্লিউ পমেরয় ।এছাড়াও বাগানের বিভিন্ন স্থানে রয়েছে লর্ড বেন্টিং,লর্ড রিপনসহ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ শাসনামলে ভারতের বিভিন্ন ভাইসরয় ও গভর্ণর জেনারেলের মূর্তি ।বাগানের পূর্বদিকে আছে প্রথম বাঙালি শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মূর্তি ।

অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর বেশ কিছু দুর্লভ বই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গ্রন্থাগারে।উইলিয়াম শেকসপিয়ারের নাটকসমগ্র,অ্যারাবিয়ান নাইটস,রুবাইয়াতে ওমর খৈয়াম ইত্যাদি বইয়ের প্রচ্ছদ ও ভিতরের অলংকরণ সে সময়কার বিখ্যাত শিল্পীদের আঁকা । কলকাতায় যখন শেকসপিয়ারের নাটক মঞ্চস্থ হয় তখন এ বইগুলো থেকে সাহায্য নিয়ে পোশাক পরিকল্পনা করা হয় ।ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রতিদিন দেশী বিদেশী অনেক পর্যটক আসেন । ব্রিটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যায় এই জাদুঘরে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040