Web bengali.cri.cn   
চীনের কার্টুন ছবি সম্পর্কিত আলোচনা
  2011-09-09 19:01:53  cri

  গত শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে চীনের কার্টুন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করে। ওই সময়ে কার্টুন বিষয়ক অনেক প্রযুক্তিবিদ এবং শিল্পী ব্যক্তিত্ব আত্মপ্রকাশ করেন এবং তাদের প্রচেষ্টায় চীনের কার্টুন চলচ্চিত্র বেশ কয়েকটি রেকর্ড সৃষ্টি করে।  যেমন:  ১৯৫৩ সালে চীনের প্রথম রঙ্গিন পুতুল কার্টুন চলচ্চিত্র 'ছোট বীর'-এর শুটিং হয়। তারপর ১৯৫৪ সালে 'সিও মেইয়ের স্বপ্ন' শীর্ষক একটি পুতুল চলচ্চিত্রে পুতুল ও সত্যিকারের মানুষ প্রথমবারের মতো একসাথে চলচ্চিত্রে আবির্ভূত হয়।

চীনাদের জনপ্রিয় কার্টুন চরিত্র --- সু উ কোং

১৯৫৬ সালে পুতুল কার্টুন চলচ্চিত্র 'অদ্ভূত কলম' আন্তর্জাতিক শিশু-বিনোদন চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সেটিই ছিল চীনের কার্টুন চলচ্চিত্রের প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার লাভ।

১৯৫৫ সালে চীনের প্রথম রঙ্গিন কার্টুন চলচ্চিত্র 'কেন কাকের রঙ কাল' প্রদর্শিত হয়। এরপর ১৯৫৮ সালে প্রচারিত চীনের প্রথম কাগজ কেটে তৈরি চলচ্চিত্র 'বা জে তরমুজ খাচ্ছে' আমাদের কার্টুন চলচ্চিত্রে একটি নতুন মাতা যোগ করে।

পাও লিয়ান ডেং

২০০৫ সালে 'খুশি খাশি ও বড় বড় নেকড়ে' নামে একটি ধারাবাহিক কার্টুন চলচ্চিত্র চীনের পেইচিং, শাংহাই, হাংচৌ, নান চিং ও কুয়াং চৌসহ ৫০টি শহরের টিভি স্টেশনে সম্প্রচারিত হয়। তার দর্শক রেটিং দাঁড়ায় সর্বোচ্চ ১৭.৩ শতাংশে। একই সময়ে সম্প্রচারিত বিদেশি কার্টুন ছবির চেয়ে 'খুশি খাশি ও বড় বড় নেকড়ে'র রেটিং ছিল অনেক বেশি।

এ ছাড়াও, এ কার্টুন চলচ্চিত্র হংকং, তাইওয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন দেশ ও অঞ্চলে গভীর প্রভাব ফেলে। আজকের মুক্ত মন মুক্ত চিন্তা আসরে ইয়ু কুয়াং ইউয়ে, আবাম ছালাউদ্দিন, শিশির ও প্রকাশ এ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। আপনারা এ বিশেষ অনুষ্ঠানের রেকর্ডিং শুনুন।

খুশি ছাগল ও বড় নেকড়ে

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040