|
২২ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার চীনা দূতাবাসে দশম 'চীনা ভাষা সেতু' শীর্ষক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতার বাংলাদেশ ধাপ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে আয়োজিত হয়েছে বাংলাদেশে চতুর্থ চীনা ভাষা সেতু বক্তৃতা প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিউটিউ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিউটিউ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিউটিট এবং সিআরআই-এসএমএপ কনফুসিয়াস ক্লাসরুমের মোট ১৯ জন চীনা ভাষা শিক্ষার্থী এ দুই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াং ইয়ু। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'আজ আমি এ অনুষ্ঠানে এসে বাংলাদেশি ছাত্রছাত্রীদের চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার উপর দক্ষতা দেখে খুবই মুগ্ধ হয়েছে। এ থেকে বুঝা যায় বাংলাদেশে চীনা ভাষা ও সংস্কৃতি দিনে দিনে আরো জনপ্রিয় হচ্ছে। চীনা ভাষা হচ্ছে দু'দেশের মধ্যে বন্ধুতের সেতু।'
চীনা ভাষা প্রতিযোগিতায় স্ব-নির্বাচিত বক্তৃতা, প্রশ্নোত্তর ও সাংস্কৃতিক পরিবেশনা এই তিনটি পর্ব অন্তর্ভূক্ত ছিল। চীনা হস্তলিপি, পেপার-কাটিং, আবৃত্তি, গান, নাচ, থাইজি ও উশু ইত্যাদি চমকপ্রদ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।
প্রতিযোগিতায় মোট ৫ জন সেরা এবং একজন বিশেষ পুরস্কার লাভ করেন। তাঁরা হলেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিট্যুটের আনিকা আতিক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুটের মোঃ মমিনুর রহমান, শর্মিষ্ঠা ঘোষ, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের আব্দুল্লাহ আল-মামুন, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিট্যুটের আইরিন আকতার চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিট্যুটের জামিয়া মাহফুজ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওয়াং ইয়ূ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতার পর সিআরআই'র বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ, বর্তমান সিআরআই-কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক মহিউদ্দিন তাহের কয়েকজন প্রতিযোগী, শ্রোতা ও বিচারকের সাক্ষাত্কার নিয়েছেন। আজকের মুক্ত মন মুক্ত চিন্তা আসরের প্রথমে শুনুন এ সাক্ষাত্কারের রেকর্ডিং।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |