পপ সম্রাট আজম খান
বন্ধুরা, আজম খান ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক। তাঁর পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। তাঁকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়। গত ৫ জুন তিনি ঢাকায় ইন্তেকাল করেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে ১০ জুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ এক বিশেষ অনুষ্ঠান প্রচার করে।
এ অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গীত মহলের ৩জন বিশিষ্ট ব্যক্তিত্ব -- ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর ও ফেরদৌস হোসেন ভুঁইয়া -- আজম খান সম্পর্কে স্মৃতিচারণ করেছেন; মূল্যায়ন করেছেন তাঁর সঙ্গীত ও জীবনের। আজম খানের গাওয়া কয়েকটি গানও রয়েছে এতে।