সাগরের ঢেউ ছোঁয়া প্রবল বাতাসে আকাশ জুড়ে রং বেরংয়ের নানা ধরনের চোখ ধাধানো ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল ২৮তম ওয়েফাং আন্তর্জাতিক ঘুড়ি উত্সব। বিশ্বের ২৮টি দেশের ঘুড়ি ওড়ানো দল এবারের ঘুড়ি উত্সবে ঘুড়ি প্রদর্শন ও প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বাংলাদেশ থেকেও এসেছিল বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান মৃধার নেতৃত্বের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এ ছাড়াও উত্সব উপভোগ করতে ওয়েফাং এসেছিল কোরিয়া ও চীনে শিক্ষারত বাংলাদেশের কয়েকজন ছাত্র।
এদের মধ্যে আমরা সিআরআই বাংলা বিভাগের পক্ষ থেকে তাদের কাছে জানতে চেয়েছি উত্সবের কথা। তাদের কথামালা নিয়েই আমাদের এবারের আয়োজন মুক্ত মন মুক্ত চিন্তা।
যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা হলেন ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান মৃধা, সহসভাপতি ম. হামিদ, ঘুড়ি প্রতিযোগী বাবর আলী বাবু এবং দু'জন ছাত্র শাহ পরান ও পলাশ পাল। (আবাম ছালাউদ্দিন)