
মাহমুদ হাশিম
বন্ধুরা, গত সপ্তাহে আপনারা আমাদের আসরে মাহমুদ হাশিমের চীন সফরের বিশেষ অনুষ্ঠান শুনলেন। তাঁর বর্ণনায় আপনারা দক্ষিণ চীনের হাংচৌ আর উত্তর চীনের হার্বিন সম্পর্কে ধারণা পেয়েছেন। আশা করি, এ দুটি শহর আপনাদের ভালো লেগেছে। চীন সফর শেষ করার আগের দিনে হাশিম আমাদের বেতারের স্টুডিওতে একটি সাক্ষাত্কার দেন। তিনি অতীতের কথা স্মরণ করে বর্তমানের আমাদের বিভাগ আর শ্রোতাদের সম্পর্ক এবং তাঁর চীন সফর সম্বন্ধে নানা মন্তব্য রেখেছেন। তিনি মনে করেন, চীন হচ্ছে তাঁর দ্বিতীয় মাতৃভূমি। বন্ধুরা, তাহলে সাক্ষাত্কারটি শুনুন এখন।