Web bengali.cri.cn   
চীনে দশটি পর্যটন শহরের সংগে সি আর আই'র সহযোগিতা
  2010-12-28 18:07:06  cri
চীন আন্তর্জাতিক বেতার ও চীনের দশটি পর্যটন শহরের গণ সরকার চীনের বিখ্যাত শহর নামক নেটওয়ার্ক যৌথভাবে প্রতিষ্ঠা সংক্রান্ত একটি চুক্তি ২৮ ডিসেম্বর স্বাক্ষর করেছে।

চুক্তি স্বাক্ষরের অব্যবহিত পূর্বে সি আর আই'র মহাপরিচালক ওয়াং কেং নিয়ান এ দশটি শহরের নেতাদের জন্য সি আর আই'র ৭০ বছরের ইতিহাস এবং ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনার কথা বলে আশা প্রকাশ করেন, চীনের বিখ্যাত শহর নামক নেটওয়ার্ক গড়ে তোলা হলে বিদেশে চীনের পর্যটন শহরগুলো আরো জনপ্রিয় হবে ।

জানা গেছে, এদিন পেইচিংয়ের মহা গণ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চীনের এ দশটি পর্যটন শহরের নাম ঘোষণার পর সি আর আই'র সবভাষার অনুষ্ঠানে এ দশটি পর্যটন শহর সম্পর্কে প্রচারের উদ্যোগ নেয়া শুরু হবে।

উল্লেখ্য ,এ দশটি পর্যটন শহর হচ্ছে হারবিন, হাংচৌ, হুয়াংসান, চিনান ,খেশে , লিচিয়াং , লোইয়াং , সান ইয়া সুচৌ এবং সি আন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040