Web bengali.cri.cn   
চীন আমার দ্বিতীয় মাতৃভূমি
  2010-12-28 18:03:19  cri

মাহমুদ হাশিম

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল- দেশ টিভির আন্তর্জাতিক নিউজের প্রধান হিসেবে কাজ করছি আমি। গত প্রায় ১৪ বছর ধরে দেশে-বিদেশে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করছি। বর্তমানে দেশ টিভির পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছি।

দেশ টিভির আন্তর্জাতিক বিভাগের প্রধান হওয়ায় আমাকে বিশ্বসংবাদ নিয়ে কাজ করতে হয়। এ কারণে উদিয়মান বিশ্বশক্তি চীনের খবরাখবর রাখতে হয় আমাকে। চীনের অভাবিত অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের খবর আমাদের টেলিভিশনে নিয়মিত সম্প্রচার করা হয়। কারণ, বাংলাদেশের মানুষ আমাদের অন্যতম উন্নয়ন অংশীদার চীন সম্পর্কে জানতে খুবই আগ্রহী।

চীনে সঙ্গে আমার নিবিড় ব্যক্তিগত সম্পর্কের সূত্রপাত ২০০৫ সালে, যখন আমি সিআরআই বাংলা বিভাগে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেই। পেইচিংয়ে বাংলা বিভাগে এক বছর কাজ করা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা।

বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং ইয়্যূ-এর সুযোগ্য নেতৃত্বে একদল নবীন-প্রবীণ চীনা বন্ধু আমার মাতৃভাষা বাংলায় কাজ করছেন- এ বিষয়টি আমাকে অভিভূত করে। বাংলা বিভাগকে পেইচিংয়ের বুকে এক টুকরো বাংলাদেশ বলে মনে হয় আমার। আমি আমার চীনা সহকর্মীদের অশেষ ভালোবাসা পেয়েছি, আমি তাদের ভালোবাসি, ভালোবাসি চীনকে। পাঁচ হাজার বছরের ঐতিহ্যের লীলাভূমি চীনকে আমি আমার দ্বিতীয় মাতৃভূমি বলে মনে করি।

দীর্ঘ চার বছর পর চীন সফরের সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমার প্রিয় সহকর্মীদের আবার দেখতে পাব- এ আমার জন্য এক পরম আনন্দের বিষয়। এমন চমৎকার সুযোগ দেয়ার জন্য আমি সিআরআই কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ-চীন মৈত্রী চিরজীবী হোক।

মাহমুদ হাশিম

চীফ অফ ইন্টারন্যাশনাল নিউজ, দেশ টেলিভিশন ও

বিশেষ প্রতিনিধি, সিআরআই, বাংলা বিভাগ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040