|
চীনের মহাপরিচালক ওয়াং গেন নিয়েন ভাষণ দিচ্ছেন
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ও জাতীয় পর্যটন ব্যুরোর সহায়তায় চীন আন্তর্জাতিক বেতারের উদ্যোগে চীনের শ্রেষ্ঠ দশটি পর্যটন নির্বাচনের কর্মসুচী ২৮ ডিসেম্বর শেষ হয়েছে। ৮০টিরও বেশী প্রাথী শহরের মধ্যে সারা বিশ্বের অসংখ্য নেট নাগরিকের নির্বাচিত চীনের শ্রেষ্ঠ দশটি পর্যটন শহর হচ্ছে হারবিন, হাংচৌ, হুয়াংসান, চিনান ,খেশে , লিচিয়াং , লোইয়াং , সান ইয়া সুচৌ এবং সি আন।
পেইচিংয়ের মহাগণভবনে এদিন এ দশটি শহরের নেতাদের মধ্যে কসম্মানসুচক কাপ বিতরণ করা হয়েছে।
এর সংগে সংগে সি আর আই ৬১টি ভাষার অডিও ও ভিডিও অনুষ্ঠান, নেটওয়ার্কের সাময়িক এবং জ্ঞান যাচাই প্রতিযোগিতার মাধ্যমে এ দশটি পর্যটন শহরের পর্যটন সম্পদ, সাফল্য ও উন্নয়ন কর্মসুচী সম্পর্কে ব্যাপক প্রচার শুরু করবে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক চু শান চুং ভাষণ দিচ্ছেন
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |