|
চীনের রাষ্ট্রীয় পরিষদ ও রাষ্ট্রীয় পর্যটন ব্যুরোর পরিচালনায় এবং সি আর আই'র উদ্যোগে এবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের পর্যটন শহরগুলোকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলা এবারের এ অনুষ্ঠান আয়োজনের প্রধান লক্ষ্য । সি আর আই'র মহাপরিচালক ওয়াং গেন নিয়েন এবারের তত্পরতা প্রসঙ্গে বলেছেন, তিনি আশা করেন, এবারের জনপ্রিয় করে তোলার তত্পরতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুরা চীন সম্পর্কে আরও জানতে পারবেন। তাঁর বক্তৃতায় মহাপরিচালক ওয়াং গেন নিয়েন বলেন,
বিশ্বের আরও বেশী বন্ধু যাতে ঘরের বাইরে না গিয়ে চীন সম্পর্কে জানতে পারেন সেই জন্য আমরা এবারের এ তত্পরতার আয়োজন করেছি। বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুরা কেবল চীনের দর্শনীয়স্থানগুলো সম্পর্কে জানতে পারবেন তা নয় চীনের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারবেন।
এবারের তত্পরতা চলাকালে সি আর আই'র অন লাইনে বিশ্বের বিভিন্ন দেশের বন্ধুদের হাজার হাজার তথ্য পাওয়া গেছে। চীনে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতরাও এবারের তত্পরতার ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, এবারের এ তত্পরতা বিদেশীদের জন্য চীনকে জানতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যুগিয়েছে।
এবারের তত্পরতায় অংশ গ্রহণকারী দশটি শহরের অন্যতম শহর হিসেবে ইয়ুন্নান প্রদেশের লি ছিয়াং শহরের উপ মেয়র গু হুয়া বলেছেন, এবারের তত্পরতা লি ছিয়াং শহরের পযর্টন শিল্পকে জনপ্রিয় করে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যার্থফর্ম যুগিয়ে দিয়েছে। তিনি বলেন,
যারা লি চিয়াং শহরে ভ্রমণ করতে আসেন তাদের মধ্যে অনেকেই ইন্টার্নেটে লি চিয়াং শহর সম্পর্কে খোজখবর নিয়েছেন। সুতরাং ইন্টারনেট লিচিয়াং শহরের পযর্টন উন্নয়নের জন্য অনেক অবদান রেখে আসছে। আমরা সব সময় ইন্টার্নেট প্রচারের দিকে বিশেষভাবে মনোযোগ দিয়ে আসছি। বহুমুখী ভাষায় লিচিয়াং শহরকে জনপ্রিয় করে তোলার জন্য আমরা সি আর আই'র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |