বাংলাদেশের শিল্পমন্ত্রি দিলীপ বড়ুয়া সিআরআই'র সংবাদদাতাকে সাক্ষাত্কার দিচ্ছেন
১ সেপ্টেম্বর আমি পেইচিংয়ে চীন সফররত বাংলাদেশের শিল্পমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার এক বিশেষ সাক্ষাত্কার নিতে যাই। সকাল ঠিক নয়টায় আমি মন্ত্রীর হোটেলে পৌঁছেই দেখতে পাই, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আগে থেকেই প্রস্তুতি নিয়ে রুমে অপেক্ষা করছেন। তাঁর বয়সের তুলনায় তাঁকে খুব সতেজ মনে হলো। সাক্ষাত্কারে তিনি বাংলাদেশের শিল্প উন্নয়ন, চীন ও বাংলাদেশের সম্পর্কোন্নয়ন, চীনের কমিউনিস্ট পার্টির ওপর তাঁর উপলব্ধি ও চীনে ঈদুল ফিতর কাটানোর অভিজ্ঞতাসহ নানা বিষয়ে খোলামন নিয়ে কথা বলেছেন। বন্ধুরা, তাহলে এখন আপনাদের বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বডুয়ার দেয়া এ বিশেষ সাক্ষাত্কারের রেকর্ডিং শোনাবো।
সাক্ষাত্কার দেয়ার পর আমার অনুরোধে শিল্পমন্ত্রী সি আর আইয়ের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক শুভেচ্ছা বাণী দিয়েছেন। তিনি লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আমি খুবই আনন্দ অনুভব করছি। চীন বেতার প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বের মেহনতি জনগণের মধ্যে নতুন আশা, নতুন উদ্দীপনা ও নতুন আত্মপ্রত্যয় সৃষ্টিতে বিশেষভাবে অবদান রেখেছে। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ চালুর মাধ্যমে বাংলাদেশের সাথে চীনা জনগণের হাজার হাজার বছরের সুসম্পর্ক অক্ষুন্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। (ইয়ু)
1 2