বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সিআরআই বাংলা বিভাগের সাবেক বাংলা ভাষা বিশেষজ্ঞ ডঃ বেগম জাহানারা দশ দিন ব্যাপী চীন সফর করেছেন। তিনি কেবল আমাদের সাথে কাজ করেছেন তা নয়, বরং বাংলা বিভাগের সিনিয়ার কর্মীদের মধ্যে বেশির ভাগ তাঁর ছাত্রছাত্রীও ছিলেন। এবার চীন সফরকালে আমার সহকর্মী ছাও ইয়ান হুয়া অধ্যাপক বেগম জাহানারার টেলিফোন সাক্ষাত্কার নিয়েছেন। সাক্ষাত্কারে তিনি তাঁর বাংলা ভাষা শিক্ষাদান জীবন, রবীন্দ্র সাহিত্যে তাঁর নিজের চিন্তাভাবনা এবং স্বাধীন নারী হিসেবে বর্তমানে সমাজে নিজেকে গড়ে তোলাসহ নানা বিষয় মন্তব্য রেখেছেন। আমার মনে হয়, তাঁর কথাগুলো বিশেষ করে আমাদের নারী শ্রোতাদের উপকার হবে। তাহলে বন্ধুরা, এ সাক্ষাত্কারটি শুনুন। (রেকর্ডিং)