ইয়ালুজানবু নদীকে তিব্বতের মাতৃনদী বলা হয়। এ নদীর দৈর্ঘ্য ২৯০০ কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অন্যতম বৃহত্তম নদী। এর উত্স স্থান হচ্ছে তিব্বতের দক্ষিণ-পশ্চিমাংশের হিমালয় পর্বতের উত্তর দিকের চিয়েমাইয়াংচো হিমবাহ। সেখান থেকে শুরু হয়ে দক্ষিণ তিব্বত অতিক্রম করেছে এ নদী। এখানে বিশ্বের বৃহত্তম গিরিখাত -- ইয়ালুজানবু মহা গিরিখাত আছে। ইয়ালুজানবু নদীর মধ্য অববাহিকা অর্থাত্ লাসা থেকে শাননানজেদাং, লিনচির সড়কপথ পর্যন্ত এ নদীর দুপাশে মালভূমির বিশেষ দৃশ্য দেখা যায়। এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ মিটার। এ নদীর তীরে যাওয়ার সময় মালভূমির ভৌগলিক দৃশ্য উপভোগ করার পাশাপাশি দুতীরের রীতিনীতি ও তিব্বতী জাতির সবচেয়ে প্রাচীন জাতিগত ও ঐতিহাসিক পুরাকীর্তিও দেখা যায়। এই ভিডিওর সঙ্গে আপনিও ভ্রমণ করতে পারেন ইয়ালুজানবু নদীতে। (ইয়ু/এসআর)