তিব্বতী জাতি নাচগানে পারদর্শী একটি জাতি। গান গাওয়া হচ্ছে তাদের দৈনন্দিন জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছিংহাই-তিব্বত মালভূমিতে অনেক মনোহর তিব্বতী গান প্রচলিত আছে। তিব্বতী জাতির যুগোত্তীর্ণ মর্ম এ গানগুলোর মধ্য দিয়ে প্রচারিত হয়। চীন আন্তর্জাতিক বেতার তিব্বত পর্যটন ব্যুরোর সরবরাহ করা তিব্বতী জাতির সর্বোত্কৃষ্ট গানগুলো ধারাবাহিকভাবে প্রচার করবো। এ গানগুলো তিব্বতে খুব জনপ্রিয়। আপনি তিব্বতের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে গান শুনে শিখতে পারেন। তা ছাড়া এ গানের কথা থেকে তিব্বতের সামাজিক উন্নয়নের অবস্থা জানতে পারেন।
আজ শুনুন 'ট্রেনে করে লাসায় যাবো' শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন হো মু ইয়াং আর গেয়েছেন শু ছিয়ান ইয়া। গায়িকা তাঁর চীনা বিশিষ্ট্যপূর্ণ কণ্ঠ দিয়ে এ গানটি গেয়েছেন। তাঁর উচ্চ স্বরে বন্যার মতো প্রবল শক্তি আছে, তাঁর নিম্ন স্বর সুস্বাদু মদের মতো আকর্ষণীয়। তিব্বতের প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেখলে মনে হয়, আমাদের ট্রেনে করে লাসা গিয়ে রহস্যময় পোতালা প্রাসাদের সৌন্দর্য উপভোগ করতে, সুস্বাদু মদ খেতে এবং সুন্দর গেসান ফুল দেখতে আহ্বান জানাচ্ছে। (ইয়ু / এসআর)