|
সূর্যালোকে পোতালা প্রাসাদ
পোতালা প্রাসাদ তিব্বতের রাজধানী লাসা শহরের উত্তর-পশ্চিমে লাল পাহাড়ে অবস্থিত। এ প্রাসাদ হচ্ছে তিব্বতের প্রতীকী স্থাপত্য।
প্রতি বছর পোতালা প্রাসাদ অনেক দেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করে। এ প্রাসাদকে সুরক্ষার জন্য পর্যটনের ব্যস্ততম সময়ে এখানে প্রবেশকারীর সংখ্যা সীমিত রাখার ব্যবস্থা নেয়া হয়।
সোজানকাবু শাসনামলে রাজকুমারী ওয়েনচেনকে অভ্যর্থনা জানানোর জন্য পোতালা প্রাসাদ নির্মিত হয়। সপ্তদশ শতাব্দীতে পুনর্নির্মাণের পর থেকে পোতালা প্রাসাদ দালাই লামাদের শীতকালীন বাসভবন এবং তিব্বতের রাজনীতি ও ধর্মমিশ্রিত শাসনকেন্দ্রে পরিণত হয়। এ প্রাসাদ পাহাড়ের ঢালে নির্মিত, এর স্পষ্ট তিব্বতী প্রথা আছে। পোতালা প্রাসাদে অসংখ্য মূল্যবান সামগ্রী সংরক্ষিত আছে।
পোতালা প্রাসাদ ১৯৬১ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদ প্রকাশিত প্রথম দফা জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ উত্তরাধিকার সংরক্ষণ প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে তালিকাভুক্ত হয়। ১৯৯৪ সালে এ প্রাসাদ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে তালিকা হয়। (ইয়ু কুয়াং ইউয়ে)
পোতালা প্রাসাদে আসা দেশি-বিদেশি পর্যটকরা
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |