খরায় রাশিয়ায় বিপুল ফসলের ক্ষতি
2010-08-26 19:51:16 cri
খরা ও দাবানলে রাশিয়ায় ফসলের ক্ষতি ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি প্রতিমন্ত্রী আলেকজান্ডার পেট্রিকোভ। রাষ্ট্রীয় ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, খরার জন্য দেশের ১১ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ফলে গত বছরের তুলনায় এবার ফসলের উত্পাদন ২৬ শতাংশ কমে গেছে। এ দুর্যোগের কারণে প্রেসিডেন্ট মেদভেদেভের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যস্ত ফসল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। যদিও গম রপ্তানির দিক থেকে রাশিয়া সবার শীর্ষে, তবে উত্পাদন কম হওয়ায় এ বছর রাশিয়ায় গমের দাম বাড়তে পারে জানান পেট্রিকোভ। (সূত্র: পিটিআই)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা