কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইউরোপ ও এশিয়ার অর্থনীতি কমিউনিটির আন্তঃদেশীয় কমিশন সম্মেলনে অংশগ্রহণকারী রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ৫ জুলাই কিরগিজস্তানের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভার সঙ্গে বৈঠক করেছেন। এ সময় মেদভেদভ বলেছেন, রাশিয়া কিরগিজস্তানকে প্রয়োজনীয় সব সাহায্য দেবে।
ইন্টারফ্যাক্স ইউক্রেইন বার্তা সংস্থার খবরে প্রকাশ, বৈঠকে মেদভেদেভ আশা প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট ওতুনবায়েভার নেতৃত্বে কিরগিজস্তান সমস্যার সমাধান এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাশিয়া এ জন্য সংশ্লিষ্ট সব সাহায্য দিতে ইচ্ছুক। মেদভেদেভ বলেন, কিরগিজস্তান পরিস্থিতি পুরো মধ্য এশিয়ার পরিস্থিতির ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তিনি আশা প্রকাশ করেন যে, কিরগিজস্তান রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবে। (শুয়েই ফেইফেই)