|
১১ আগস্ট পর্যন্ত রাশিয়ার অগ্নিনির্বাপন কাজে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। দাবানল এলাকার আয়তন অর্ধেক কমেছে। এ দিন মোট ৩১৪টি জায়গার দাবানল নির্বাপন করা হয়েছে। এখন আরো ৬১২টি জায়গায় দাবানল অব্যাহত রয়েছে। দাবানল এলাকার আয়তন প্রায় ৯২ হাজার ৭০০ হেক্টর। রাশিয়ার জরুরী অবস্থা বিষয়ক মন্ত্রণালয় ১১ আগস্ট এ তথ্য স্বীকার করেছে।
সবচেয়ে গুরুতর দুর্গত মধ্যাঞ্চল আর ভোলগা নদীর তীরে অগ্নিকান্ডের এলাকার আয়তন অনেক কমেছে। তবে এর আগে কিছুটা উন্নত হওয়া মোর্দোভিয়া প্রজাতন্ত্রের দাবানল পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে আগুনের আয়তন পূর্বের ৪৯ হেক্টর থেকে হঠাত্ ৪৪৭ হেক্টর এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। অদূরে সারোভ পারমাণবিক স্থাপনা রক্ষার জন্য রাশিয়ার জরুরী অবস্থা মন্ত্রণালয় সারোভ অঞ্চলে অতিরিক্ত উদ্ধার কর্মী পাঠিয়েছে, যাতে অগ্নিকান্ড এ কেন্দ্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।
আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে রাশিয়াকে দেয়া উদ্ধারের মাত্রা জোরদার করছে। ফ্রান্সের উদ্ধার বিমান অগ্নি নির্বাপন কাজে অংশ নিয়েছে। চীন সরকার রাশিয়াকে ১০ লাখ মার্কিন ডলার এবং ২ কোটি ইউয়ান রেনমিনপি মূল্যের ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র রাশিয়াকে ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জাতিসংঘ যথাসাধ্য প্রয়োজনীয় সাহায্য দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |