রাশিয়ার তথ্যমাধ্যমের ১৪ জুলাইয়ের খবরের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার জ্বালানীমন্ত্রী সের্গেই শমাতকো এবং রাশিয়া সফররত ইরানের তেলমন্ত্রী মাসুদ মির কাজেমি এদিন দু'পক্ষের তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত রোডম্যাপে স্বাক্ষর করেছেন।
দু'মন্ত্রী এ দিন একটি অভিন্ন বিবৃতিতে স্বাক্ষর করেন। এ বিবৃতি অনুযায়ী, রাশিয়া ও ইরান তেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে পুঁজি বিনিয়োগ, যৌথ-মালিকানার ব্যাংক প্রতিষ্ঠা এবং দু'দেশের অশোধিত তেল পারস্পরিক বিনিময় বাজারে বিক্রির সম্ভাবনা অন্বেষণ করবে। সহযোগিতা যাতে সুষ্ঠুভাবে চলে তা নিশ্চিত করার জন্য দু'পক্ষ সম্ভবত যৌথ-মালিকানার শিল্প প্রতিষ্ঠা করবে।
খোং চিয়া চিয়া