রাশিয়ার জরুরী পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের ৩১ জুলাই দুপুরে প্রকাশিত এক তথ্যে বলা হয়েছে, রাশিয়ার বনাঞ্চলের ৪ শ'টি স্থানে এখনো আগুণ জ্বলছে। এর মধ্যে ৬১টি স্থানের আয়তন বড় এবং পরিস্থিতি বেশ ভয়াবহ। ৬৫০০ হেক্টর আয়তনের ভূমিতে আগুণ জ্বলছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর রাশিয়ার বনাঞ্চলে আগুণ লাগানো স্থান এখন ২৩০০টিতে এসে দাঁড়িয়েছে। এর কবলে পড়েছে মোট ৪ লাখ হেকটর বনাঞ্চল। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ বেশি।
এ ছাড়া দাবানলে নিহতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে আহতের সংখ্যা প্রায় এক শ' জন। (শুয়েই ফেইফেই)