Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলা বিশ্বের উন্নয়নের সহায়ক হবেঃ বেলজিয়ামের প্রতিনিধি
  2010-01-19 18:43:51  cri

আসন্ন সাংহাই বিশ্ব মেলা সারা বিশ্বের উন্নয়নের জন্য বাস্তব ভিত্তিক সহায়ক হবে। সাংহাই বিশ্ব মেলা বিষয়ক বেলজিয়াম সরকারের সাধারণ প্রতিনিধি লিও দেলক্রোয়িক্স ১৮ জানুয়ারী ব্রাসেলসে চীনের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ কথা বলেছেন।

দেলক্রোয়িক্স বলেন, ব্রাসেলস দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ১৯৫৮ সালে প্রথম বিশ্ব মেলার আয়োজন করেছে। তখন ৪ কোটিরও বেশি দর্শক মেলায় এসেছিল। সেবারের বিশ্ব মেলা বেলজিয়ামের অর্থনীতির পুনরুত্থানের জন্য সহায়তা ভূমিকা পালন করেছে। তিনি মনে করেন, প্রত্যাশাপূর্ণ পরিবেশ অর্থনীতির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন সাংহাই বিশ্ব মেলা ধারণার দিক থেকে বিশ্বের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেলক্রোয়িক্স জানিয়েছেন, সাংহাই বিশ্ব মেলা চলাকালে ১০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান নিয়ে গঠিত বেলজিয়ামের প্রতিনিধি দল চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিশ্ব মেলার দর্শকদের কাছে বেলজিয়ামকে তুলে ধরবে।

দেলক্রোয়িক্স বলেছেন, সাংহাই বিশ্ব মেলা চলাকালে বেলজিয়ামের রাজা ও যুবরাজ, ফেডারেল সরকারের বহু মন্ত্রী এবং স্থানীয় সরকারের মন্ত্রীরা সাংহাই সফর করবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040