Web bengali.cri.cn   
শাংহাই বিশ্ব মেলা ২০১০ হবে চীনের গণ কূটনীতির গুরুত্বপূর্ণ দিকঃ ইয়াং চিয়ে ছি
  2009-12-21 16:24:58  cri

চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চিয়ে ছি ২০ ডিসেম্বর পেইচিংয়ে বলেছেন, ২০১০ সালে চীনের কূটনৈতিক তত্পরতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাস্তব ভিত্তিতে গণ কূটনীতি ত্বরান্বিত করা। শাংহাই বিশ্ব মেলার বৈদেশিক কাজ হচ্ছে আগামী বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজের অন্যতম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২০১০ নববর্ষের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য মাধ্যমগুলোর সাথে যৌথ সাক্ষাত্কারের সময় ইয়াং চিয়ে ছি বলেছেন, দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দেশে চীনের দূতাবাস আর শাংহাই শহরের সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে বিশ্ব মেলার বৈদেশিক প্রস্তুতিমূলক কাজ করে আসছে এবং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতিও অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, বিশ্ব মেলা চলাকালে সাত কোটিরও বেশি দেশি বিদেশি পর্যটক শাংহাই পরিদর্শন করবেন। এদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন অনেক দেশের নেতৃবৃন্দ।

শাংহাই বিশ্ব মেলা ২০১০ সালের ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের বিশ্ব মেলার প্রসঙ্গ হচ্ছে 'শহর, জীবনকে আরো সুন্দর করে তোলা'। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040