|
১ জানুয়ারী থেকে শাং হাই বিশ্ব মেলার উদ্বোধন ২তে আরও ১২০দিন বাকি। এ উপলক্ষে চীনের বিশ্ব মেলার পর্যটন বর্ষ আনুষ্ঠানিকভাবে শাং হাইয়ে চালু হয়েছে।
এদিন সন্ধ্যায় এ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছি ওয়েই বলেন, শাং হাই বিশ্ব মেলায় অংশগ্রহণকারী দর্শকের সংখ্যা ৭ কোটি হবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে ৩৫ লাখ দর্শক হবে বিদেশী পর্যটক। এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্ব পর্যটনের একটি নতুন বৈশিষ্ট্যে পরিণত হবে।
বিশ্ব মেলার প্রধান প্রতিপাদ্য হচ্ছে , শহরঃ জীবনকে আরও সুন্দর করে তোলা।–ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |