শাং হাই শহরের স্থায়ী উপ-মেয়র এবং শাং হাই বিশ্ব মেলার কার্য-নির্বাহী স্থায়ী উপ-পরিচালক ইয়াং সিউং ১৮ জানুয়ারী বলেছেন ,শাং হাই বিশ্ব মেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা ইতোমধ্যেই বিশ্ব মেলার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বর্তমানে ১৯২টি দেশ ও ৫০টি আন্তর্জাতিক সংস্থা শাং হাই বিশ্ব মেলায় অংশ নেবে বলে সম্মতি জানিয়েছে। এর মধ্যে রয়েছে চীনের ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত শহর ও স্বায়ত্তশাসিত অঞ্চল ছাড়াও হংকং, ম্যাকাও ও তাইওয়ানের প্রদর্শনী দল।
১৮ জানুয়ারী থেকে শাং হাই বিশ্ব মেলার উদ্বোধন হতে আর মাত্র ১০৩দিন বাকি আছে। পেইচিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ইয়াং সিউং বলেন, ওয়েব-সাইটেও ইতোমধ্যেই ২২০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা শাং হাই বিশ্ব মেলায় অংশ নেয়ার কথা জানিয়েছে। --ওয়াং হাইমান