১৪ ডিসেম্বর পিপলস ডেইলি পত্রিকার এক খবরে বলা হয়েছে, সাংহাই সিটি কর্পোরেশন জানিয়েছে, আগামি বছরে আয়োজিত সাংহাই বিশ্ব মেলা চলাকালে পরিবেশ ও বায়ুর গুণগতমান উন্নত করার জন্য সাংহাই শহর যথাসাধ্য চেষ্টা চালাবে। পরিকল্পনা অনুযায়ী, বিশ্ব মেলা চলাকালে পরিবেশ ও বায়ুর গুণগতমানের সর্বোচ্চ হার ৯৫ শতাংশের ওপর এবং গুরুত্বপূর্ণ উদযাপনী তত্পরতা চলাকালে সর্বোচ্চ হার এক শ ভাগে পৌছবে বলে আশা করা হচ্ছে।
২০০০ সাল থেকে বিশ্ব মেলার জন্য সাংহাই সিটি কর্পোরেশন শহরের পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। এ সব পদক্ষেপের মধ্যে রয়েছে, সালফার ডাই অকসাইইডের নি:সরণ হ্রাস ও অতিরিক্ত ক্ষতিকর গ্যাস নির্গমনকারী বাস ও টেক্সি নিষিদ্ধকরন। পযর্বেক্ষণ থেকে দেখা গেছে, এ সব পদক্ষেপ নেয়ার পর সাংহাই শহরের পরিবেশ ও বায়ুর মান লক্ষ্যনীয়ভাবে উন্নত হয়েছে।