|
১৯৯০ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রবৃদ্ধি ফিবছর বেড়েই চলেছে। এর ফলে বাড়ছে বৈদেশিক মুদ্রার মজুদও। আর এই ক্রমবর্ধমান মজুদই চীনা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগ বাড়ানোর সুযোগ এনে দিয়েছে।
গত শতাব্দীর ৯০'র দশকের শেষ দিকে চীনের অর্থনীতি ঘাটতি থেকে উদ্বৃত্তে পরিবর্তিত হয়েছে। অভ্যন্তরীণ বাজার চীনের কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠানের অগ্রগতির জন্য এখন আর যথেষ্ট বড় নয়। প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি তাই বিদেশমুখী।
২০০৫ সাল থেকে চীনের রেনমিনপির বিনিময় হারের সংস্কার শুরু হয। রেনমিনপির মূল্য বাড়ার সাথে সাথে বিদেশে চীনের বিনিয়োগ ও ক্রয়ক্ষমতা বেড়েছে। সে-সময় স্বাভাবিকভাবেই চীনের রপ্তানি-আয় আগের তুলনায় অনেক কমে যায়। ফলে বিদেশে বিনিয়োগ করে কারখানা প্রতিষ্ঠা করা চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনিবার্য বিকল্প ছিল।
বিদেশে কারখানা প্রতিষ্ঠার জন্য বিনিয়োগ করা হচ্ছে শিল্পপ্রতিষ্ঠানগুলোর অগ্রগতির একটি স্বাভাবিক পদ্ধতি। এ-পদ্ধতির ব্যবস্থাপনা খুব কঠিন নয়; এর ঝুঁকিও নিয়ন্ত্রণযোগ্য। অথচ শিল্পপ্রতিষ্ঠানগুলো এ-থেকে অনেক লাভবান হতে পারে; যেমন, বাজার সম্প্রসারণ, ব্যয় হ্রাস, সম্পদ সরবরাহের নিশ্চয়তা, ভোক্তাদের কাছে যাওয়া, বাণিজ্যিক বাধা ভেঙ্গে দেওয়া ইত্যাদি।
তবে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশে গিয়ে কারখানা প্রতিষ্ঠা করা সবসময় সহজ নয় বা ছিলও না।
প্রথমেই তাদের মোকাবিলা করতে হয় বিদেশের নীতি ও সামাজিক পরিবেশের চ্যালেঞ্জ। কোনো কোনো দেশ 'জাতীয় নিরাপত্তা বিপন্ন করা', 'প্রযুক্তি চুরি করা', 'পরিবেশ রক্ষা করা'সহ নানা অজুহাত দিয়ে চীনের শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগে বাধা সৃষ্টি করে। অপরিচিত বাজারে কাঁচামাল সরবরাহকারী উপযুক্ত ব্যবসায়ী খুঁজে বের করা আর পণ্য বিক্রয়ের পদ্ধতি জেনে নেওয়া হচ্ছে বিদেশে বিনিয়োগ করে লাভবান হবার অন্যতম শর্ত। ভিন্ন সাংস্কৃতিক পটভূমিও আরেকটি কঠিন সমস্যা। চীনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করতে ও অতিরিক্ত সময় কাজ করতে অভ্যস্ত। কিন্তু কাজের এই সংস্কৃতি অন্য অনেক সমাজে স্বীকৃতি পায় না। এ ছাড়া, বিদেশে বিনিয়োগ করার জন্য চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশের আর্থিক সংস্থা থেকে সংশ্লিষ্ট পরিসেবা খুব একটা পায় না।
তবে, এতসব বাধা সত্ত্বেও, চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলো বিদেশে বিনিয়োগ করছে, কল-কারখানা প্রতিষ্ঠা করছে, সফলভাবে প্রবেশ করছে বিশ্ব-বাজারে। এ-ক্ষেত্রে তারা যে অনেকদূল যাবে তা সহজেই অনুমান করা যায়। (ইয়ু/আলিম)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |