|
হোংতোং গোষ্ঠীর উত্পাদিত পোশাক
পূর্ব চীনের উসি শহরে প্রতিষ্ঠিত হোংতোং গোষ্ঠী হচ্ছে একটি পোশাক উত্পাদনকারী প্রতিষ্ঠান। কয়েক বছর আগে এ-প্রতিষ্ঠানের শ্রমিকরা প্রতিদিন রাত নয়টা-দশটা পর্যন্ত কাজ করতো। এখন তাদেরকে আর আগের মতো কাজ করতে হয় না। হোংতোং গোষ্ঠীর এক কারখানার ব্যবস্থাপক চৌ কুয়ান হুয়া বলেন,"আমরা চীনের অভ্যন্তরে পোশাক উত্পাদনের কোনো ফরমায়েশ পেলে সাধারণত বিদেশে আমাদের শাখা কারখানায় পাঠিয়ে দিই।"
এখন ক্যাম্বোডিয়ায় হোংতোং গোষ্ঠীর কারখানা আছে। উসি শহরে হোংতোং গোষ্ঠীর সদর দপ্তরের কারখানায় এখন প্রধানত নকশার কাজ করা হয়।
উত্পাদন-ব্যয় কমানো হচ্ছে তৈরী-পোশাকের মত একটি শ্রমঘন শিল্পে অনিবার্য সমস্যা। ক্যাম্বোডিয়ায় মানবসম্পদের অভাব নেই; সেখানে শ্রমের দামও তুলনামূলকভাবে কম। চীনে একজন বস্ত্রশ্রমিকের মাসিক বেতন যেখানে ৩০০০ ইউয়ান, সেখানে ক্যাম্বোডিয়ায় তা চার ভাগের এক ভাগেরও কম। তাই ক্যাম্বোডিয়ায় ১০০০ শ্রমিকসমৃদ্ধ একটি শিল্পপ্রতিষ্ঠান বছরে কেবল শ্রমিকের বেতন থেকেই ২ কোটি ইউয়ান সাশ্রয় করতে পারে। তা ছাড়া, এ-দেশটিতে কারখানা করলে, স্থানীয় করসুবিধা ভোগ করা যায়। পাশাপাশি, ক্যাম্বোডিয়া থেকে পোশাক রপ্তানি করলে, কয়েকটি দেশের বাণিজ্য-বাধা এড়ানো যায়।
২০০৮ সাল থেকে হোংতোং গোষ্ঠি আর উসির আরো কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে ক্যাম্বোডিয়ার সিহানুক বন্দরে একটি শিল্প উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠা করে। এখন পর্যন্ত দশ বারোটি চীনা শিল্পপ্রতিষ্ঠান এ শিল্প উন্নয়ন অঞ্চলে প্রবেশ করেছে।
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |