Web bengali.cri.cn   
বিদেশে কারখানা প্রতিষ্ঠায় চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগ
  2012-08-31 21:16:56  cri

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত শাংহাইয়ের আনসিন কোম্পানি মূলত কাঠের তৈরী মেঝে উত্পাদন ও বিক্রয় করে। এটি একটি প্রাকৃতিক সম্পদভিত্তিক পণ্য। কোম্পানির উন্নয়নের জন্য তাই পর্যাপ্ত বনসম্পদ প্রযোজন।

গত শতাব্দীর ৯০'র দশকে চীনের অধিকাংশ মেঝে উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কাঁচামাল আমদানি করতো। কিন্তু আনসিন কোম্পানির মালিক লু ওয়েই কুয়াং দক্ষিণ আমেরিকার ওপর নজর দিয়েছেন। তিনি বলেন, "তখন সবাই দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কাঠ কিনতো। প্রতিন্দ্বন্দ্বিতা দিন দিন বেড়েছে। ব্রাজিলের ওপর আমার ভীষণ কৌতুহল ছিল। কারণ সেখানের আমাজন হচ্ছে বিশ্বখ্যাত বন। তবে খুব কম লোক সেখানে যায়।"

আনসিন কোম্পানি

১৯৯৫ সালে আনসিন কোম্পানি ব্রাজিল থেকে কাঠের কাঁচামাল আমদানি শুরু করে। এসব কাঁচামালের মান ভালো হবার কারণে, আনসিনের উত্পাদিত কাঠের মেঝের চাহিদা আগের তুলনায় বেড়েছে। তবে ১৯৯৭ সাল থেকে শুরু এশিয়ার আর্থিক সংকট দ্রুত আনসিনের ব্যাবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আনসিন কোম্পানির প্রেসিডেন্ট লু ওয়েই কুয়াং বলেন, "দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্থিক সংকটের পর কাঠের দাম কমে অর্ধেক হয়ে যায়। কিন্তু দক্ষিণ আমেরিকার ব্রাজিলে আর্থিক সংকটের প্রভাব পড়েনি। সে-দেশে কাঠের দাম আগের মতোই ছিল। আমরা আগের দামে ব্রাজিল থেকে কাঠ আমদানি করলে বড় ধরনের লোকসান গুনতে হতে পারে।'

অন্য কাঠ-ব্যবসায়ীদের অনেকই ব্রাজিলের কাঠ-সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যাবসা স্থগিত রেখেছে। কিন্তু লু ওয়েই কুয়াং ব্রাজিলের ব্যাবসায়ীদের সাথে দু'তিন বছর ধরে গড়ে ওঠা সুসম্পর্ক নষ্ট করতে চাইলেন না। তিনি তাদের সঙ্গে ব্যাবসা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। কঠিন সময়ে তিনি টাকা ধার করতেন। তবে, কয়েক মাস পর তিনি তার আর্থিক সংকট কাটিয়ে ওঠেন। তিনি বলেন, "সে-সময় আমার ২০ লাখেরও বেশি মার্কিন ডলার ক্ষতি হয়েছে, যা আগের তিন বছরে আমার উপার্জিত মোট আয়ের প্রায় সমান।"

তবে এ-লোকসানের বিনিময়ে আনসিন পেয়েছে ব্রাজিলের ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত গ্রহণযোগ্যতা।

২০০৩ সালে আনসিন ব্রাজিলে দুটি কাঠ প্রক্রিয়াকরণ কারখানা প্রতিষ্ঠা করেছে। কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে ২০০৪ সালে আনসিন কোম্পানি যৌথ উদ্যোগে শেয়ার কেনার পদ্ধতিতে ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলের আমাজন উপত্যকায় প্রায় এক লাখ হেক্টর প্রাচীন বন কিনেছে। ব্রাজিলে আনসিন নিজের সম্পদ-ঘাঁটি স্থাপনের পর, কাঠের মেঝে উত্পাদনের ক্ষেত্রে প্রতিন্দ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে গেছে অনেকদূর।

এখন আনসিন হচ্ছে চীনের কাঠের মেঝে উত্পাদনকারী বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান। কাঠের মেঝে উত্পাদন ও বিক্রয়—এই উভয় ক্ষেত্রেই কোম্পানিটি বর্তমান বিশ্বের সেরা দশটি কোম্পানির একটি।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040