Web bengali.cri.cn   
ছিংতাওয়ের ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনের ওপর মনোযোগ দিয়ে বিস্তীর্ণ বাজার অর্জন
  2012-07-20 10:55:12  cri

 ছিংতাওকে চীনের 'ব্র্যান্ডের নগর' বলে অভিহিত করা হয়। কারণ ছিংতাও হচ্ছে হাইআর, হাইসিন, ছিংতাও বিয়ারসহ অনেক বড় শিল্পপ্রতিষ্ঠানের সূতিকাগার। আসলে ছিংতাওয়ে আরো অনেক ছোট শিল্পপ্রতিষ্ঠান আছে, তাদের পণ্য বাইরের দেয়ালে ব্যবহৃত তাপ সংরক্ষণ বোর্ড, গাড়ি ট্রাঙ্কের সহায়তা বার অথবা আঙ্গুলের ছাপ সনাক্তকরণ তালা ইত্যাদি। তারা ক্ষুদ্র ক্ষেত্রের ছোট পণ্যের ওপর মনোযোগ দিয়ে প্রবল উদ্ভাবনশীল জীবনীশক্তির ওপর নির্ভর করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতায় বিস্তীর্ণ বাজার অর্জন করেছে।

ছিংতাও কেরুইক পরিবেশ সংরক্ষণশীল উপাদান কোম্পানি একটি ছোট শিল্পপ্রতিষ্ঠান। এ কোম্পানি সাফল্যের সঙ্গে স্থাপত্যের বাইরের দেয়ালে ব্যবহৃত এক রকম উন্নত মানের তাপ নিরোধক প্যানেল উত্পাদন করেছে। এ পণ্যে অতীতে অন্য তাপ সংরক্ষণ উপাদান দাহ্য হওয়ার ত্রু টি অতিক্রম করা হয়েছে, স্থাপত্যের অবকাশ সাশ্রয় হয়েছে এবং তাপ সংরক্ষণের কার্যকারিতা বর্তমান উপাদানের ৩ থেকে ৮ গুণ করা হয়েছে।

এ পণ্যের জন্য কেরুইক কোম্পানি এ ক্ষেত্রে চীনের জাতীয় মানদণ্ডের প্রণয়নকারী এবং জাতীয় প্রযুক্তিগত সহায়তা পরিকল্পনার স্থাপত্য জ্বালানি সাশ্রয় প্রকল্পের নির্বাহ সংস্থায় পরিণত হয়েছে। এ কোম্পানির উপ-প্রধান ম্যানেজার লি চুয়াং সিয়ান জানান, এ পণ্য নির্ভর করে কোম্পানিটির আগামি তিন বছর বিক্রয় আয় ৫০ গুণ বৃদ্ধি পেতে পারে এবং ১০ বিলিয়ন ইউয়ান বিক্রয় আয় অর্জনের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তিনি বলেন,'বর্তমান চীনের অভ্যন্তরীণ পরিস্থিতি অনুযায়ী, ২০১২ সালে আমাদের বিক্রয় আয় প্রায় ৭ ও ৮ বিলিয়ন ইউয়ান হবে। ২০১৩ সালে ১০ বিলিয়ন ইউয়ান অর্জন করা কোন সমস্যা হবে না।'

ছিংতাওয়ের জিয়াওচৌতে অবস্থিত ছোট শিল্পপ্রতিষ্ঠান ---চাংশি যন্ত্রপাতি লিমিটেড কোম্পানি গাড়ির ট্রাঙ্কের সহায়তা বার উত্পাদন করে এ ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থান দখল করেছে। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক চাং মাও ইন গর্বিত কণ্ঠে বলেন,'আমাদের পণ্যের দশ বারো রকম আকার আছে। এ পণ্যগুলো প্রধানত মধ্য ও উচ্চ শ্রেণীর গাড়িতে ব্যবহার হয়, যেমন ভক্সওয়াগন, বি.এম.ডব্লিউ, অডি ইত্যাদি। পৃথিবীতে আমরা প্রায় ১৫ শতাংশ বাজার দখল করেছি। এ শিল্পের মানও বর্তমান বিশ্বে সবচেয়ে উন্নত।'

ছিংতাও ওয়েনদানথোং কোম্পানির উত্পাদিত অঙ্গুলাঙ্ক তালা

ছিংতাও ওয়েনদানথোং বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন লিমিটেড কোম্পানির প্রধান পণ্য হচ্ছে অঙ্গুলাঙ্ক তালা আর অঙ্গুলাঙ্ক উপস্থিতি নিবন্ধন মেশিন। চীনের বাজারে তারা প্রায় ৭০ শতাংশ দখল করেছে। এ কোম্পানি এখন চীনে এ ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে। সরকারী সহায়তা প্রদানকারী শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ওয়েনদাথোং সবসময় নতুন পণ্য তৈরির জন্য গবেষণা চালায়। তারা পণ্যের বৈজ্ঞানিক মান ও শিল্পের ধারাবাহিক উন্নয়নের ওপর মনোযোগ দিয়ে 'হাতের তালুর শিরার দ্বারা পাসওয়ার্ড তালা' উত্পাদন করেছে এবং এ পণ্যকে কেন্দ্র করে এ খাতের শীর্ষ শ্রেণীর বুদ্ধিবৃত্তিক পরিবার ব্যবস্থা নির্মাণ করেছে। এ কোম্পানির একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদদাতাকে বলেন, 'অঙ্গুলাঙ্ক তালা মাত্র একটি পণ্য। আমরা এক উচ্চ প্রযুক্তির শিল্পপ্রতিষ্ঠান হিসেবে ব্যাপক ও গভীরতর ক্ষেত্রে প্রযুক্তিগত গবেষণা করতে পছন্দ করি। ফলে বুদ্ধিবৃত্তি পরিবার ব্যবস্থাকে আমাদের গবেষণার লক্ষ্য করা হয়েছে।'

ছিংতাওয়ের ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো জ্বালানি সাশ্রয় আর পরিবেশ সুরক্ষা ক্ষেত্রেও লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। গেইলি বৈদ্যুতিক গাড়ি উত্পাদন কোম্পানি মাত্র ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এ পর্যন্ত তারা ১০০টিরও বেশি জাতীয় পেটেন্টের জন্য আবেদন করেছে। এ কোম্পানির সদ্য উত্পাদিত একটি মিনি বৈদ্যুতিক অগ্নি নির্বাপক গাড়ির আকার সাধারণ অগ্নি নির্বাপক গাড়ির ছয় ভাগের এক ভাগ মাত্র । তার কাজের ক্ষমতা অনেক, তার দাম সাধারণ অগ্নি নির্বাপক গাড়ির ১০ শতাংশ মাত্র । এখন এ প্রযুক্তি চীনের শূন্যতা পূরণ করেছে। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক হাও চাং শুয়েন জানিয়েছেন,'এ পণ্য বর্তমান চীনের শূন্যতা পূরণ করেছে। আমরা দশ বারোটি পেটেন্টের জন্য আবেদন করেছি। সাধারণ অগ্নি নির্বাপকের সময় এর প্রাধান্য আছে। তার ব্যয় খুব কম। শিল্পপ্রতিষ্ঠান, কারখানা বা কমিউনিটি সবাই কিনতে পারে। এ অগ্নি নির্বাপক গাড়ির আকার অপেক্ষাকৃত ছোট, তা দমকলের প্রচার আর পাহারা দেওয়ার সময়ও ব্যবহার করা যায়।'

বন্ধুরা, আপনারা কখনো বাস্তুতান্ত্রিক প্রত্যয়পূর্ণ জীবাণুর কথা শুনেছেন? ছিংতাও হাওআও পরিবেশ সুরক্ষা প্রযুক্তি কোম্পানি বিশেষ করে এ ধরণের জীবাণুর ওপর গবেষণা ও উত্পাদন করে। তাদের প্রযুক্তিগত মান চীনে শীর্ষ স্থানে আছে। এ জীবাণু এতো ক্ষুদ্র যে চোখে দেখা যায় না। তবে এর মাধ্যমে নদী দূষণ নিয়ন্ত্রণ করা, আবর্জনার সমস্যা সমাধান করাসহ নানা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করা যায়। এখন এ প্রযুক্তি ছিংতাওতে প্রাথমিকভাবে প্রয়োগ করা হয়েছে। পরবর্তীকালে তা আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। হাওআও পরিবেশ সুরক্ষা প্রযুক্তি কোম্পানির প্রধান ব্যবস্থাপক ওয়াং ইয়োং বলেন, 'অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা যে জীবাণু দেখছি, সে জীবাণুগুলো খারাপ জীবাণু খেয়ে ফেলে। আমরা লিছু নদী, হাইপো নদী নিয়ন্ত্রণ আর উত্তর রেল স্টেশনের আবর্জনা নিষ্পত্তির সময় এ অণুজীব প্রযুক্তি অনেক ব্যবহার করেছি।'

ছিংতাও ছুয়াংসিয়াং বোবট নির্মাণ লিমিটেড কোম্পানির উত্পাদিত রোবট

সম্প্রতি ছিংতাওয়ে অনুষ্ঠিত মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের সাফল্যের প্রদর্শনীতে ১৮৫টি ছোট শিল্পপ্রতিষ্ঠান প্রদর্শিত হয়। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এগুলোর মধ্যে ৩০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান শীর্ষ স্থানে আছে। ৩৭টি পণ্যের প্রযুক্তিগত মান বিশ্বে শীর্ষ স্থানে আছে। ৭৭টি পণ্য চীনে শীর্ষ স্থানে আছে। ছিংতাও ছুয়াংসিয়াং রোবট নির্মাণ লিমিটেড কোম্পানি এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে। এ কোম্পানি নিজেই চার বছর ধরে দুটি বাহক রোবট উত্পাদন করেছে। প্রদর্শনীতে এ দুটি রোবট অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক ওয়াং কুই লিন বলেন,'চীনে এ দুটি রোবটের সমান মানের কোনো পণ্য পাওয়া যায় না। এ দুটি রোবটকে প্রধানত বিপদজনক ও ভারি শ্রমের ক্ষেত্রে উত্পাদনের কার্যকারিতা উন্নত করার জন্য শ্রমিকের স্থলাভিষিক্ত করা যায়। এখন রোবট বাজার একচেটিয়াভাবে বিদেশী কোম্পানিগুলোর দখলে। আমরা এ রকম অচলাবস্থা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করি।'

ছিংতাও শিচিপাও গৃহস্থালী সামগ্রী কোম্পানি বিশেষ করে বালিশ উত্পাদন করে। এ কোম্পানি প্রতিষ্ঠার প্রথম দিকে আলিবাবা ওয়েবসাইটের সদস্য নিবন্ধিত হয়ে তার প্রথম কিস্তির বিক্রেতা পায়। এখন এ কোম্পানি তথ্যায়ন ব্যবস্থার সাহায্যে চীনের বালিশ শিল্পে প্রথম স্থান দখল করেছে। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক চাং চিং বলেন,'আগে আমরা সবসময় মনে করতাম, ছোট শিল্পপ্রতিষ্ঠানের জন্য তথ্যায়ন একটু দূরের কথা। কিন্তু সত্যি কথা হলো ছোট শিল্পপ্রতিষ্ঠানের আরো বেশি তথ্যায়ন দরকার। কারণ এখন শ্রম ব্যয় অনেক বেশি। ছোট শিল্পপ্রতিষ্ঠানে উচ্চ শ্রেণীর বিপণন কর্মকর্তার অভাব আছে। যদি আপনি ভালোভাবে তথ্যায়নের উপায় ব্যবহার করতে পারেন, তাহলে কাজের কার্যকারিতা অনেক উন্নত হবে।'

সাম্প্রতিক বছরগুলোতে ছিংতাও পৌর সরকার প্রতি বছর উদ্ভাবনশীল ছোট শিল্পপ্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়ার জন্য ২ কোটিও বেশি ইউয়ান বরাদ্দ করে। এভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনশীল উন্নয়নের পথে চালিত করা যায়। আরো বেশি ছোট ব্যবসায়ীরা পেশাগত উদ্ভাবনের ভালো দিকগুলো সম্পর্কে উপলব্ধি করেছেন। তারা পণ্য উত্পাদন ও বিপণনের ক্ষেত্রে উদ্ভাবনশীল চিন্তাধারার ওপর নির্ভর করে ধাপে ধাপে সংশ্লিষ্ট শিল্পের নেতায় পরিণত হয়েছে। ছিংতাওয়ের ছোট শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন উত্সাহব্যঞ্জকভাবে বিকাশের দিকে যাচ্ছে। (ইয়ু/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040