|
চীনের ছিংহাই প্রদেশে বিস্ময়কর প্রাকৃতিক সম্পদ আছে। যেমন বিশ্বের বৃহত্তম লবণ সঞ্চয় স্থান, বিশ্বের সর্বোচ্চ সংখ্যক চমরি গাইয়ের আবাস, চীনের সবচেয়ে বেশি নদীর উত্স এবং সমৃদ্ধ খনিজ, জলশক্তি, তেল ও প্রাকৃতিক গ্যাসের আধার ছিংহাই। ফলে বিদ্যুত্শক্তি, লবণ হ্রদের রাসায়নিক শিল্প, তেল ও প্রাকৃতিক গ্যাস আর অলৌহ ধাতু ছিংহাই প্রদেশের স্তম্ভ-শিল্পে পরিণত হয়েছে। তবে সম্পদের ধারাবাহিকতার অভাব আর উচ্চ দূষণ সৃষ্টিকারী ভারী শিল্প দেখে ছিংহাই সবুজ অর্থনীতি উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে শুরু করেছে। এখন সবুজ অর্থনীতি, আবর্তনশীল অর্থনীতি, বাস্তবিকতা আর অর্থনীতির ভারসাম্যমূলক উন্নয়নকে এ প্রদেশের অর্থনৈতিক উন্নয়নের কৌশলগত উচ্চতায় উন্নীত করা হয়েছে।
ছিংহাই প্রদেশের ভাইস-গভর্ণর লো ইয়ু লিন
ছিংহাই প্রদেশের ভাইস-গভর্নর লো ইয়ু লিন বহুবার তথ্যমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন, 'ছিংহাইয়ের উচ্চ জ্বালানি ব্যয়, গুরুতর দুষণ, নিম্ন উত্পাদন এবং কম মুনাফা অর্জনের শিল্প কাঠামো মূল থেকে বদলে হতে হবে।' দশ জুন অনুষ্ঠিত ২০১২ সালের চীনের ছিংহাই সবুজ অর্থনীতির বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক আলোচনা সভায় সবুজ অর্থনীতি ভাবনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ছিংহাই বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক বার্ষিক আলোচনা সভা হচ্ছে ছিংহাই প্রদেশে বহির্বিশ্বের বিনিয়োগ আকর্ষণ করা এবং চীন ও বিশ্বের কাছে ছিংহাইকে তুলে ধরার গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। এ বছর দেশ বিদেশের দশ হাজারেরও বেশি ব্যবসায়ী আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং ২১১টি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বিনিয়োগের মোট পরিমাণ দাঁড়াবে ১৫০ কোটি ৯০ লাখ ইউয়ান রেনমিনপি। গত বছর স্বাক্ষরিত চুক্তিকে বিনিয়োগের মোট পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ইউয়ান। যদিও চলতি বছর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মাত্র ৭০ কোটি ইউয়ান বৃদ্ধি পেয়েছে, তবে ছিংহাই প্রদেশের অর্থনীতি কমিটির উপ-পরিচালক গু কুও ছুয়ান চলতি বছরের বিনিয়োগের পরিমাণ উল্লেখ করার সময় গর্বিত কণ্ঠে বলেন, 'এবারের আলোচনা সভা আয়োজনের সময় সবুজ অর্থনীতি উন্নয়নের চিন্তাধারা অনুসরণ করা হয়েছে। এবারের আলোচনা সভায় প্রকল্পগুলো যাচাই করার সময় নতুন জ্বালানি, নতুন উপকরণ, আবর্তনশীল অর্থনীতি, বৈশিষ্ট্যপূর্ণ কৃষি ও পশুপালন শিল্প এবং অর্থ ও পণ্য স্থানান্তর সম্পর্কিত শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিম্ন-কার্বন, জ্বালানি সাশ্রয় আর পরিবেশ সুরক্ষা সম্পর্কিত শিল্প উন্নয়ন জোরদার করা হয়েছে। এর ফলে সবুজ অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন প্রায় ৩০ বিলিয়ন ইউয়ানের প্রকল্প বাতিল করা হয়েছে।'
এবারের আলোচনা সভায় অংশগ্রহণকারী বহু সংখ্যক নতুন জ্বালানি এবং নতুন উপকরণ উত্পাদন প্রতিষ্ঠান নানা প্রকল্প প্রদর্শন করে। হাননেং কুয়াংফু নির্মাণ গ্রুপ তাদের মধ্যে একটি। হাননেং লিমিটেড কোম্পানি হচ্ছে চীনের বৃহত্তম বেসরকারি দুষণমুক্ত জ্বালানি শিল্পপ্রতিষ্ঠান। এ কোম্পানির সদর দপ্তর পেইচিংয়ে। চীনের অনেক প্রদেশে আর উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ নানা অঞ্চলে এর শাখা আছে। এ কোম্পানির প্রকল্প উন্নয়ন বিভাগের প্রধান ব্যবস্থাপক চাং ছুন চিং জানান, এ কোম্পানি ভবিষ্যতে ছিংহাই প্রদেশে প্রায় ৩৩ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে ২৫০ মেগাওয়াট সৌরশক্তি-চালিত পাতলা চামড়া ব্যাটারি উত্পাদনের লাইন এবং সৌরশক্তি-চালিত পাতলা চামড়া উত্পাদন করবে এবং ফোটোভোল্টাইক বিদ্যুত্ কেন্দ্র আর ফোটোভল্টাইক স্থাপত্যের একত্রীকরণ প্রকল্প নির্মাণ করবে। ছিংহাই প্রদেশের আকর্ষণীয় দিক সম্পর্কে চাং ছুন চিং বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ছিংহাইয়ের ছিংহাই-তিব্বত মালভূমিতে আলোকসম্পদ অত্যন্ত সমৃদ্ধ। এটি হচ্ছে চীনের প্রথম শ্রেণীর আলোক অঞ্চল। তা ছাড়া ছিংহাই প্রাদেশিক সরকার ফোটোভল্টাইক শিল্প উন্নয়নকে খুব সমর্থন করে। ফলে আমরা ছিংহাইয়ে ফোটোভল্টাইক শিল্প উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনার ব্যাপারে খুব আশাবাদী।'
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |