Web bengali.cri.cn   
 তিব্বতের বৈদ্যুতিক অবকাঠামো
  2010-10-28 16:56:50  cri
তিব্বতের বৈদ্যুতিক অবকাঠামো ধাপে ধাপে সম্পূর্ণ হওয়ার পাশাপাশি বৈদ্যুতিক জ্বালানী সম্পদের গঠনকাজ দ্রুতভাবে উন্নত হয়েছে। বতর্মানে তিব্বতের ৭৬ শতাংশ অঞ্চলে বৈদ্যুতিক জ্বালানী সম্পদের গঠনকাম সম্পন্ন হয়েছে।

চীনের জ্বালানী সম্পদ ব্যুরোর ২৫ অক্টোবর প্রকাশিত হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে জ্বালানী চাহিদার বৃদ্ধি কিছুটা কমেছে। মৌলিক কথা বলতে গেলে, এ বছরে জ্বালানীর সরবরাহ ও চাহিদা মোটামুটি ভারসাম্যপূর্ণ হয়েছে।

সম্প্রতি চীনের একাদশ পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক মেলায় অংশ গ্রহণকারী নেপালের ভাইস প্রেসিডেন্ট পারমানান্ড জাহা ২৩ অক্টোবর চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতাকে দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের সীমান্ত বাণিজ্য তরান্বিত করা এবং দ্বিপাক্ষীয় ও বহুমুখী সম্পর্কের উন্নতি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে চীনের ১১তম আন্তর্জাতিক মেলার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, বতর্মান বিশ্বায়নের পটভূমিতে আন্তর্জাতিক আদান-প্রদান ও সহযোগিতা যে কোন একটি দেশের জন্য একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, এবারের পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক মেলা বিভিন্ন পক্ষের জন্য আদান-প্রদানের প্ল্যাথর্ফোম যুগিয়ে দিয়েছে।

এ বছরের শুরু থেকে চীনের পরিসেবা বাণিজ্যের দ্রুত উন্নতি হয়েছে। এ বছরের শেষ নাগাদ পরিসেবা বাণিজ্যের পরিমাণ ৩০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়বে বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে, ২০০৯ সালে চীনের পরিসেবা বাণিজ্যের মোটমূল্য ২৮ হাজার ৬৮০ কোটি মার্কিন ডলার ছিল। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, চীন সরকার পরিসেবা শিল্প ও বাণিজ্যের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। এখন চীন ধাপে ধাপে বিশ্বের পরিসেবা বাণিজ্যের গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়ে যাচ্ছে।

সম্প্রতি চীনের গণ ব্যাংকের প্রকাশিত একটি হিসাবে জানা গেছে, ২০০৯ সালের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে চীনের মাঝারি ও দীর্ঘ মেয়াদী ঋণ ও স্থাবর সম্পত্তির ঋণের পরিমাণ কিছুটা কমে গেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যাণ অনুযায়ী, এ বছরের প্রথম ৯ মাসে চীনের সমস্ত ব্যাংকিং সংস্থার রেন মিন পির মাঝারি ও দীর্ঘ মেয়াদের ঋণ বেড়ে ৫২ হাজার ২০০ কোটি রেন মিন পিতে দাঁড়িয়েছে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কয়েকটি সংক্ষিপ্ত খবর শুনলেন। এখন একটি প্রতিবেদন শুনবেন। প্রতিবেদনটির শিরোনাম: দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার জন্য চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের প্রস্তাব '

সদ্য সমাপ্ত চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনে বক্তৃতা করা সময় ১৫জন সদস্য দ্বাদশ পাঁশালা পরিকল্পনার জন্য পরামর্শ দিয়েছেন। তারা সর্বসম্মতভাবে মনে করেন, চীনের কমিউনিষ্ট পাটির প্রণীত দ্বাদশ পাঁচশালা পরিকল্পনায় আগামী পাঁচ বছরে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নির্মাণ কাজের এই লক্ষ্যমাত্রা অত্যন্ত তাত্পর্যসম্পন্ন।

পূর্ণাঙ্গ অধিবেশনে জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন সংক্রান্ত দ্বাদশ পাঁশালা পরিকল্পনাকে সামনে রেখে ১৫জন সদস্য নানা ধরনের ইতিবাচক মতামত ও পরামর্শ উত্থাপন করেছেন। জেন ল্যান সেন গণতান্ত্রীক সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আয় বন্টন ব্যবস্থার সংস্কার দ্রুততর করার ব্যাপারে প্রস্তাব করেছেন। তিনি বলেন, আয় বন্টনের ভারসাম্যহীনতা ও গরিব ও ধনীদের মধ্যে ব্যবধান অব্যহতভাবে বৃদ্ধি পাওয়া সুপ্রীতি ও স্থিতিশীলতা পক্ষে ক্ষতিকর। তিনি মনে করেন, দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা মেনে চলার পাঁচ বছরে এ সব জটিল সমস্যার সমাধান করা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন,

' প্রথমত: শ্রমিক ও কৃষকদের আয়ের মান বাড়ানোর পাশাপাশি গোটা জাতির সচ্ছতা বাড়াতে হবে। দ্বিতীয়ত: প্যাশন বীমা, স্বাস্থ্য নিশ্চয়তা , নিম্নতম জীবন যাত্রার নিশ্চয়তা , আবাসিক নিশ্চয়তা এবং বৃদ্ধ পরিসেবাসহ মৌলিক নিশ্চয়তা ব্যবস্থার দিকে বিশেষভাবে মনোযোগ দেয়া উচিত। '

লু জি ছাং জাতীয় শিল্প ও বাণিজ্য ইউনিয়ানের পক্ষ থেকে প্রস্তাব করেছেন। তিনি মনে করেন, বতর্মানে মাঝারি-ছোট শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন ততটা বেশী নয়। তাদের বেতন বাড়তে চাইলে প্রথমে এ সব মাঝারি ও ছোট আকরের শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন পরিবেশ ভালভাবে উন্নত করা উচিত। তা ছাড়া, সবচেয়ে কম বেতনভোক্ত কর্মচারীদের অবস্থা ঠিকমতো মোকাবিলার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

গণতন্ত্র উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য জেন লিন হু তাঁর বক্তৃতায় পানির সম্পদ রক্ষা ও তাকে যুক্তিযুক্তভাবে কাজে লাগানোর প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বলেন, সম্পদকে ভালভাবে কাজে লাগানো এবং সাশ্রয় মেনে চলার আলোকে চীনের পানি সম্পদ রক্ষার কৌশলগত নীতি প্রণয়ন করা উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন,

' দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা চালানোর সময় পানি সাশ্রয়ের প্রাসঙ্গিক আইন বিধি প্রণয়ন করা হবে। পানি সাশ্রয়ের জন্য সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করা হবে। তা ছাড়া, জলসেচ ব্যবস্থা ও জলাধার নির্মাণের কাজ জোরদার করা হবে। যাতে যে কোন সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা যায়।

দ্বাদশ পাঁচশালা পরিকল্পনা প্রণয়নের জন্য চীনের কমিউনিষ্ট পাটি যে প্রস্তাব করেছে তাতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতি ও উদ্ভাবনকে অর্থনৈতিক উন্নয়নের পদ্ধতি রুপান্তর দ্রুততর করার একটি গুরুত্বপূর্ণ অবলম্বর । সদস্য শিউ শিও ল্যাণ জিগন পাটির পক্ষ থেকে প্রস্তাব করেছেন। তিনি মনে করেন, শিল্প প্রতিষ্ঠানের স্বতন্ত্র ও উদ্ভাবনের ভূমিকা আরও জোরদার করা উচিত। তিনি বলেন,

স্বতন্ত্র ও উদ্ভাবন উত্সাহ দেয়ার জন্য চীন সরকার অনেক অর্থ বরাদ্দ করেছে। এ সব তহবিলকে ভালভাবে কাজে লাগানো ও প্রযুক্তির গবেষণার জন্য তদারকি ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। এ ক্ষেত্রে নতুন অর্থনীতির বৃদ্ধি গড়ে তোলার জন্য নানা ধরনের পদক্ষেপ নেয়া হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040