|
চীনের ছাংছুন যাত্রীবাহী রেলগাড়ি লিমিটেড কোম্পানি হচ্ছে চীনের বৃহত্তম রেলগাড়ি উত্পাদনকারী প্রতিষ্ঠান। ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বিদেশে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে এ কোম্পানি সিমেন্স ও বোম্বার্ডিয়ারসহ বিশ্বের সুবিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের মতো বিশ্বের শ্রেষ্ঠ রেলগাড়ি উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের সারিতে প্রবেশ করেছে। এখন এ কোম্পানির উত্পাদিত কয়েক হাজার রেলগাড়ি বিভিন্ন দেশের জনগণের জন্য নিরাপদ ও কার্যকর পরিবহন সেবা সরবরাহ করছে।
ছাংছুন যাত্রীবাহী রেলগাড়ি লিমিটেড কোম্পানির সংযোজন কারখানায় অবিলম্বে ব্রাজিলের রিও ডি জেনিরোয় বিক্রি করা ই.এম.ইউ. আন্তঃনগর রেলপথ সংযোজন করা হচ্ছে। এ রেলগাড়ি ২০১৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ আর ২০১৬ সালে রিও ডি জেনিরো অলিম্পিক গেমসের সময় সেবা প্রদান করবে। এ কোম্পানির উপ-প্রধান প্রকৌশলী লি জুন জানান, এসব রেলগাড়ি হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে বেশি আঘাত প্রতিরোধযোগ্য রেলগাড়ি। তিনি বলেন, 'ব্রাজিলের মোটর রেলগাড়ি ইউনিটের শক্তি বিশ্বের সবচেয়ে উন্নত। মানে প্রায় ৩৬৩ টন চাপ এ রেলগাড়ির ওপর দিলেও গাড়ির আকারে কোনো পরিবর্তন হবে না। অর্থাত্ ৩৬ কিলোমিটার গতিতে ধাবমান একটি ৮০ টন মালবাহী রেলগাড়ির সঙ্গে এ যাত্রীবাহী রেলগাড়ির মুখোমুখি সংঘর্ষ হলেও এর আকারের কোনো পরিবর্তন হবে না বা এটি নষ্ট হবে না। এভাবে রেলগাড়িতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।'
চীনের বৃহত্তম রেলগাড়ি উত্পাদন কেন্দ্র হিসেবে ছাংছুন রেলগাড়ি লিমিটেড কোম্পানির মহাব্যবস্থাপক লু শি ওয়েই জানান, সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশ যাত্রীবাহী রেলগাড়ি বা আন্তঃনগর রেলগাড়ি আমদানি করে। তাদের এই কোম্পানি হচ্ছে প্রধান সরবরাহকারী ব্যবসায়ীদের অন্যতম। তিনি বলেন, 'এখন দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ওশেনিয়াসহ অনেক দেশ ও অঞ্চলে আমাদের উত্পাদিত ৪ সহস্রাধিক রেলগাড়ি রপ্তানি করা হয়েছে। রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার।'
জানা গেছে, চীনের ছাংছুন রেলগাড়ি লিমিটেড কোম্পানির উত্পাদনের আওতা এবং পণ্যের গুণগত মানের অব্যাহতভাবে উন্নতি হয়েছে। তারা 'চীনের তৈরি' থেকে 'চীনের সৃষ্টি'-তে রূপান্তরিত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককের জন্য এ কোম্পানি নির্মিত লাইট রেল অনেক বার কালবৈশাখি ঝড় ও বন্যার পরীক্ষা অতিক্রম করেছে। অস্ট্রেলিয়ায় রপ্তানিকৃত অমল ইস্পাত দু'তলা মোটর রেলগাড়ি ইউনিট হচ্ছে সে দেশের এক তারকা রেললাইন। স্থানীয় তথ্যমাধ্যম ও যাত্রীরা তাকে 'চীন থেকে আসা খুব আরামদায়ক রেলগাড়ি' বলে অভিহিত করেন।
বিদেশে রপ্তানিকৃত রেলগাড়িগুলোর মধ্যে সৌদি আরবের মক্কাগামী হজ্জযাত্রা লাইনের হালকা রেলগাড়ি নিঃসন্দেহে সবচেয়ে আকর্ষণীয়। ছাংছুন রেলগাড়ি লিমিটেড কোম্পানির বৈদেশিক ব্যবসা সংক্রান্ত উপপ্রধান প্রকৌশলী চিয়া পো জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রথম হালকা রেলগাড়ি হিসেবে চীনে উত্পাদিত রেলগাড়ি উচ্চ তাপমাত্রা ও বালিঝড়ের পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং ইউনিট সময়ের মধ্যে নিরাপদে সঠিক সময় যাত্রীদের পৌঁছে দেওয়ার বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। তিনি বলেন, 'আমাদের রেলপথ সরাসরি হজ্জযাত্রার প্রধান অঞ্চলে যায়। মোট নয়টি স্টেশনকে তিন অঞ্চলে ভাগ করা হয়। প্রতি অঞ্চলে একটি হজ্জযাত্রার স্থান রয়েছে। অতীতে প্রায়ই পদদলনের ঘটনা ঘটতো। আমাদের রেলগাড়ির প্রাধান্য হচ্ছে স্থান থেকে স্থানে যাওয়া পরিবহন যন্ত্র। ২০১০ সালে এ রেলপথ চালু হওয়ার পর আর পদদলনের ঘটনা ঘটে নি।'
প্রযুক্তি ও প্রতিযোগিতার শক্তি অনবরতভাবে বৃদ্ধির সাথে সাথে চীনের ছাংছুন যাত্রীবাহী রেলগাড়ি লিমিটেড কোম্পানি বিশ্বের প্রথম শ্রেণীর পেশাগত উত্পাদন লাইন আর গবেষণার দক্ষতা ধারণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ কোম্পানির প্রধান ব্যবস্থাপক লু শি ওয়েই বলেন, এখন প্রতিবছর তার কোম্পানির রপ্তানির পরিমাণ প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। তাঁদের পরিকল্পনা, পরবর্তী ৩ থেকে ৫ বছরের মধ্যে তাদের বার্ষিক রপ্তানির পরিমাণ দ্বিগুণ বাড়ানো। (ইয়ু/শান্তা)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |