|
ছিংহাইয়ের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আকর্ষণ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডাও রাসায়নিক কর্পোরেশন, ডুপোন্ট কোম্পানি এবং হোনিওয়েল কোম্পানিসহ বিশ্বের উন্নতমানের সৌরশক্তি শিল্পের পাঁচটি বড় আকারের বহুজাতিক কোম্পানি এবারের আলোচনা সভার সুযোগে ছিংহাই পরিদর্শন করেছে এবং বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে।
ছিংহাই প্রদেশের নতুন জ্বালানি শিল্প উন্নয়নের জোরালো প্রচেষ্টা ও সাফল্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের স্বীকৃতি অর্জন করেছে। আলোচনা সভায় আয়োজিত সবুজ উন্নয়ন শীর্ষক ফোরামে চীনের রাষ্ট্রীয় পরিষদের উপদেষ্টা, চীনের বিজ্ঞান একাডেমির টেকসই উন্নয়নের কৌশল গবেষণা গ্রুপের প্রধান ও মুখ্য বিজ্ঞানী নিউ ওয়েন ইউয়ান ছিংহাই প্রদেশের নতুন জ্বালানি ক্ষেত্রের পরবর্তী কাজ প্রসঙ্গে কিছু প্রস্তাব তুলে ধরেন, 'আমি মনে করি, ছিংহাইয়ের উচিত নতুন জ্বালানি সংক্রান্ত জাতীয় তহবিল, নতুন জ্বালানির ঝুঁকি বিনিয়োগ আর সরকারের ক্রয় নতুন জ্বালানি পরিকল্পনাসহ সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়ে গবেষণা করা। ছিংহাই ছিংহাই-তিব্বত মালভূমি উন্নয়নের প্রধান নিয়ামক হিসেবে ভবিষ্যতে অবশ্যই নতুন জ্বালানি শিল্পের প্রধান শক্তিতে পরিণত হবে।'
এবারের আলোচনা সভায় অংশগ্রহণকারী ছিংহাই পরিবেশ জ্বালানি বিনিময় লিমিটেড কোম্পানি হচ্ছে পরিবেশ জ্বালানি ক্ষেত্র কেন্দ্রীভূত এক বিনিময় সেবা প্লাটফর্ম। এ কোম্পানির নির্বাহী প্রেসিডেন্ট সু সিয়াও সিয়াও বলেন, 'আমাদের প্রধান ব্যবসা হচ্ছে ছিংহাই প্রদেশের জ্বালানি সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাস আর কার্বন সংক্রান্ত বিনিময় প্রকল্প। আমাদের বিনিময় কেন্দ্র আর চীনের অন্যান্য পরিবেশ জ্বালানি বিনিময় কেন্দ্রের মধ্যে পার্থক্য আছে। আমরা বাজার ব্যবস্থার মাধ্যমে তিনটি নদীর উত্স স্থানের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা করি। এখন আমরা হাইশিচৌতে যে ফোটোভল্টাইট বিদ্যুত্ কেন্দ্র প্রকল্প করছি, তাতে প্রতি বছর কেবল কার্বন ডাই-অক্সাইড নির্গমনের স্বার্থ বিক্রি করে ফ্রান্সের বিদ্যুত গোষ্ঠির কাছ থেকে প্রায় এক কোটি ইউয়ান অর্জন করি।'
আর্থিক মহল আর প্রতিভাবান ব্যক্তিদের সমর্থন বাদ দিয়ে শিল্পের উন্নয়ন হবে না। ছিংহাই প্রাদেশিক সরকার এবারের আলোচনা সভায় হংকংয়ের সঙ্গে সহযোগিতা বিনিময় চুক্তি স্বাক্ষর করে। তারা আশা করে, আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হংকংয়ের সমর্থনে ছিংহাইয়ের শিল্প কাঠামোর সুবিন্যাস ও উত্তরণ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। হংকং প্রতিনিধি দলের প্রধান, হংকংয়ের শ্রমিক সংঘ ফেডারেশনের অনারারি চেয়ারম্যান চাং ইয়াও থাং বলেন, 'আমি মনে করি, ছিংহাইয়ের ভালো প্রকল্পগুলোকে কীভাবে বিশ্বের কাছে তুলে ধরা যায়, তা খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ছিংহাই হংকংয়ের অর্থ সংগ্রহের পদ্ধতি কাজে লাগতে পারে। আমি বিশ্বাস করি, এটা ছিংহাইয়ের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
সুন্দর ছিংহাই হ্রদ এবং পাঁচটি জাতীয় পর্যায়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ অঞ্চলের অধিকারী বৃহত্তম প্রদেশ হিসেবে ছিংহাই প্রদেশ এ প্রাচীন রহস্য ও প্রাণবন্ত মালভূমি নিরবে পরিশ্রম করছে এবং প্রচেষ্টা চালাচ্ছে। চিংহাই প্রদেশের গভর্নর লো হুই নিং বলেছিলেন, আমাদের ছিংহাইতে অক্সিজেনের অভাব আছে। কিন্তু আমাদের চেতনার অভাব নেই। আমরা বিশ্বাস করি, ছিংহাইয়ের সবুজ অর্থনীতি উন্নয়নের পথ অদূর ভবিষ্যতে চীন তথা সারা বিশ্বের টেকসই উন্নয়ন পদ্ধতির দৃষ্টান্তে পরিণত হবে। (ইয়ু/এসআর)
| ||||
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |