Web bengali.cri.cn   
মেয়েরা, সাহস নিয়ে ভালোবাসো
  2015-11-24 11:00:30  cri

শ্রোতাবন্ধুরা, ফিশ লিয়াং মালয়েশিয়ার গায়িকা। অথচ চীনে তিনি বেশ জনপ্রিয়। ২০০০ সালে 'সাহস' নামে একটি গান প্রকাশ করে তিনি বিখ্যাত হয়েছেন। এরপর তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। আজ আমরা তার জনপ্রিয় 'সাহস' নামের গানটি শুনবো।

এ গানে বলা হয়েছে,

অবশেষে আমি এই সিদ্ধান্ত নিয়েছি-

অন্যদের কথা আমি শুনবো না।

আশা করি তুমি আমার মত নিশ্চিত।

যেখানে তুমি যাবে আমিও সেখানেই যাবো।

আমাদের ভালোবাসা সহজে আসেনি।

তুমি হঠাত গিভআপ করলে আমার ভয় লাগে।

পরচর্চার মুখোমুখি হতে সাহস দরকার।

তোমার চোখে নিশ্চয়তা দেখতে পারলেই

আমার ভালোবাসা অর্থপূর্ণ হবে।

তোমার ভালোবাসা আছে, আমার ভয় লাগবে না।

শ্রোতা, চলুন, এবার শুনি গানটি।

বন্ধুরা, 'এফ আই আর' চীনের একটি সঙ্গীত দল। এ দলে ফেই, ইয়ান, রীল তিনজন আছেন। দলের মূল কণ্ঠশিল্পী হলেন ফেই। দলটি প্রতিষ্ঠার প্রথম বছর অর্থাত ২০০৪ সালে দলটি হংকং এবং তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত দল হিসেবে পুরস্কার পায়। 'তোমার হাসি' দলটির অন্যতম জনপ্রিয় একটি গান।

এ গানটির অর্থ প্রায় এমন,

নিজের কণ্ঠস্বরে তোমার শৈলী গাইতে আমার পছন্দ

এখনই এক ধরনের অনুভূতিতে আমার মন ভরে আছে।

একশ ভাষায় ভালোবাসা প্রকাশ করতে পারি আমি।

তোমার চোখে আনন্দ দেখেছি আমি;

অনেক সুখ আমার আছে;

ভালোবাসা এত বিস্ময়কর

হাসতে হাসতে তোমাকে আলিঙ্গন করি।

দৃঢ়ভাবে আমাদের ভালোবাসা ধরে থাকি যেন।

তোমার ভালোবাসা অনন্য সুগন্ধময়;

সে সুগন্ধে আমার মন ভরে যায়।

শুধু তুমিই জানো,

তোমার কারণে আমার জীবনে নিঃসঙ্গতা আর নেই।

আমার হাসি তুমি বুঝলে আমার ভালো লাগে।

পৃথিবীকে আলিঙ্গন করা চাঁদের মত তুমি-

আমার মনে বিস্ময় সৃষ্টি করেছো।

তোমার হাসি তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, চলুন রোমান্টিক এই গানটি আমরা একসাথে শুনি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, গানটি কেমন লাগলো। আশা করছি পছন্দ করেছেন। তাহলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে অনুষ্ঠান শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন; সুন্দর থাকুন। যাই চিয়ান। (নীলাম্বর/মান্না)


1 2 3 4 5
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040