সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, তেং লি চুন; এই নাম সব চীনা মানুষ জানে। চীনের একজন খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। তার গানগুলোয় সুস্পষ্টভাবে চীনা শৈলী রয়েছে। তিনি চীনের প্রথম বিশ্ব বিখ্যাত গায়ক। চীনের সঙ্গীতে তিনি অপরিহার্যভাবে প্রভাব ফেলেছেন। যেখানেই চীনা মানুষ আছে, সেখানেই তেং লি চুনের গাওয়া গান আছে। 'চাঁদ আমার মন আবেগপ্রবণ করে' এই গান তার সবচেয়ে জনপ্রিয়। অনেক চীনা গায়ক গানটি গেয়েছেন।
এ গানে বলা হয়েছে,
এত গভীরভাবে আমি তোমাকে ভালবাসি;
আমার মন ভালোবাসায় পরিপূর্ণ।
আমার অনুভূতি সত্যিই; আমার ভালোবাসাও সত্যিই।
চাঁদ আমার মন আবেগপ্রবণ করে তোলে।
এত গভীরভাবে আমি তোমাকে ভালবাসি;
আমার মন ভালোবাসায় পরিপূর্ণ।
আমার অনুভূতিগুলোর পরিবর্তন হবে না।
আমার ভালোবাসাও পরিবর্তন হবে না।
চাঁদ আমার মন আবেগপ্রবণ করে তোলে।
তোমার একটি চুমুতে আমার মন আবেগপ্রবণ হয়েছে।
সে গভীর ভালবাসা এখনও আমার মনে পড়ে
এত গভীরভাবে আমি তোমাকে ভালোবাসি!
আমার মন ভালোবাসায় পরিপূর্ণ।
তুমি ভাবো তুমি দেখো;
চাঁদ আমার মন আবেগপ্রবণ করে তোলে।
বন্ধুরা, 'উকুলেলি' হাওয়াইয়ের এক ধররের বাদ্যযন্ত্র। ২০১২ সালে চীনের বিখ্যাত গায়ক জে চৌ উকুলেলি নামে একটি গান লিখেছেন। তার পরের বছর চীনা নারী কণ্ঠশিল্পী লিউ রুই ছি গানটি নিজের শৈলী দিয়ে গেয়েছেন। তার গাওয়া গানটি খুবই জনপ্রিয় হয়।
এ গানে বলা হয়েছে,
উকুলেলি তোমার কাছে একটি গিটারের মত।
কোমলীয় হতে বিকিনির দরকার নেই;
তোমার হাসি যথেষ্ট আকর্ষণীয়।
ছুটিতে হাওয়াই যাওয়ার দরকার নেই।
আমার বাড়িতে নারিকেল গাছ আছে;
মাতাল হতে মদ্যপানের দরকার নেই।
আমার সঙ্গই তোমাকে মাতাল করে তুলবে।
তুমিই সৈকতের উকুলেলি;
আমাদের ভালোবাসা ছবির ফ্রেমে বন্ধি করে রাখতে চাই।
রোমান্স করতে হাওয়াই যাওয়ার দরকার নেই।
সৈকতে তোমার পথচলাই আমার জীবনের দৃশ্য।
শ্রোতা, সুন্দর না কথাগুলো? তা হলে চলুন এখন গানটি উপভোগ করি।
| ||||