1123yinyue.mp3
|
সুপ্রিয় শ্রোতা, এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে। আশা করছি, আপনারা সবাই ভালো আছেন। এখন শুরু হচ্ছে আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সাথে আছি আমি আপনাদের প্রিয় বন্ধু 'আনন্দি'।
প্রিয় শ্রোতা, একটি কথা বলি, সাহস নিয়ে ভালোবাসুন। ভালোবাসা প্রকাশ করার সাহস না থাকলে অনেক সময় শ্রেষ্ঠ প্রেমিকটিও চলে যায়। মিস্টার রাইটকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে তখন। কিন্তু সাহস নিয়ে ভালোবাসলে সফল হওয়া সম্ভব। আজ আপনাদের বেশ কিছু প্রেমের গান শোনাবে। আশা করছি গানগুলো আপনারা উপভোগ করবেন।
প্রিয় শ্রোতা, আ সি চীনের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। ২০১১ সালে 'আমি পিপলস স্কয়ারে ফ্রাইড চিকেন খাচ্ছি' নামের একটি গান প্রকাশ করেন তিনি। সে থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে যান এই শিল্পী।
আ সি শাংহাইয়ের মেয়ে। ২০০৮ সাল থেকে তিনি গিটার শিখতে শুরু করেন। তার পরের বছরই অর্থাত ২০০৯ সাল থেকে তিনি গান লিখতে শুরু করেন। তার গানগুলো স্পষ্টভাবেই মহানগরীর মেয়েদের মনের প্রতিচ্ছবি।
বন্ধুরা, আজ অনুষ্ঠানের শুরুতেই আমরা 'পূর্বকল্পিত সাক্ষাত' নামে তার একটি গান শুনবো।
একটি মেয়ে একজনকে পছন্দ করে। সে ছেলেটিকে দেখার জন্য নানা সুযোগ খোঁজে।
এ গানে বলা হয়েছে,
আমি কারো মনোযোগ না পেতে অভ্যস্ত নই।
সব সময় ভিড়ে উদাসীন থাকতাম।
মাঝে মাঝে একাই মুখ চেপে হাসতাম।
ভালোবাসার জন্য আকাঙ্ক্ষা আমি করি না।
ভগবানের ওপর নির্ভর করবো না আমি।
আমার প্রেমিক আমি নিজেই খুঁজবো;
দেখা হলে ভালো হবে।
আমি মনোযোগ দিয়ে এ ধরনের পরিকল্পনা করি,
হয়তো কোনো এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছে।
আমি ছাতা না নিয়েই তোমার কাছে যাবো।
হয়তো আমি ভিজে গেছি তা তুমি দেখতে চাও না।
তুমি আমার সাথেই থাকতে চাও।
হয়তো তোমার প্রিয় ক্যাফেতে গিয়ে-
আমি সারা বিকেল ব্লু মাউন্টেন কফি খাবো।
আমার কাছে বিল পরিশোধের কোনো টাকা নেই।
তাই তুমি আমার বিল দিয়ে দেবে।
| ||||